শিশু, কিশোরী ও নারী নির্যাতন এবং ধর্ষকদের বিচারের দাবীতে কুমিল্লার নাঙ্গলকোটের বাঙ্গড্ডা ইউনিয়ন স্টুডেন্ট’স সোসাইটি’র (বিইউএসএস) আয়োজনে মানববন্ধন, মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে বাঙ্গড্ডা বাদশামিয়া স্কুল এ- কলেজ সড়কে মানববন্ধন শেষে একটি মিছিল বাঙ্গড্ডা বাজারের বিভিন্ন সড়ক পদক্ষিণ করে পরে কলেজ মাঠে এসে প্রতিবাদ সমাবেশের মাধ্যমে শেষ হয়। প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা যুবলীগ সাংগঠনিক সম্পাদক ও বাঙ্গড্ডা ইউনিয়ন আহ্বায়ক সাইফুল ইসলাম, মাস্টার মিজানুর রহমান, মাস্টার তোফায়েল আহম্মেদ অপু, মাস্টার সোহেল আহম্মেদ, ইউনিয়ন যুবলীগ যুগ্ম আহ্বায়ক দিলিপ মজুমদার, উপজেলা ছাত্রলীগ গণশিক্ষা বিষয়ক সম্পাদক জালাল উদ্দিন, সংগঠক ও রাজনীতিবিদ রবিউল তালুকদার মিলন, বাঙ্গড্ডা ইউনিয়ন স্টুডেন্ট’স সোসাইটি’র প্রতিষ্ঠাতা ও আহ্বায়ক আল নোমান, যুগ্ম আহ্বায়ক আলমগীর হোসেন, সদস্য শাকিল হোসেন, স্টুডেন্ট’স সোসাইটি’র ৫ নং ওয়ার্ড আহ্বায়ক ফরহাদ হোসেন, যুগ্ম আহ্বায়ক মাসুম বিল্লাহ, ৬ নং ওয়ার্ড আহ্বায়ক অন্তর চন্দ্র শীল, ৭ নং ওয়ার্ড আহ্বায়ক এয়াছিন গাজী, যুগ্ম আহ্বায়ক রাকিব মজুমদার, তারেক হোসেন, সদস্য মোহাম্মদ আরিফ, রিফাত, সাইফুল ইসলাম, ৮ নং ওয়ার্ড যুগ্ম আহ্বায়ক মাসুম বিল্লাহ, সিনিয়র সদস্য রিফাত মজুমদার প্রমুখ।
বিক্ষোভ সমাবেশে বক্তারা নারী নির্যাতন ও ধর্ষণের ঘটনায় দোষীদের সর্বোচ্চ শাস্তির দাবী জানান।