”প্রতিদিন ডিম খাই” রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াই” এ স্লোগানকে সামনে রেখে কারীগঞ্জে বিশ্ব ডিম দিবস পালন করা হয়েছে। শুক্রবার সকালে উপজেলা পরিষদে অডিরোরিয়ামে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঝিনাইদহ-৪ আসনের এমপি আনোয়ারুল আজিম আনার। এ সময় তিনি সাধারন মানুষের মাঝে ডিম বিতরন করেন। কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সূবর্ণা রানী সাহার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা ভাইচ চেয়ারম্যান শিবলী নোমানী।
উপজেলা প্রানী সম্পদ কর্মকর্তা ডাঃ আতিকুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন প্রকল্প কর্মকর্তা মাসুম বিল্লাহ ও কালীগঞ্জ প্রেসক্লাবের সাধারন সম্পাদক সাবজাল হোসেন প্রমুখ।
প্রানী সম্পদ বিভাগের কর্মকর্তারা জানান, ডিমের মধ্যে সকল ধরনের পুষ্টিগুন আছ্।ে তাই প্রতিনিয়ত ডিম খেলে শরিরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে এবং সুস্থ থাকা যায়। এজন্য ডিম খাওয়ার জন্য মানুষকে উদ্বুদ্ধ করতে হবে।