মুন্সীগঞ্জে ঢাকাণ্ডমাওয়া এক্সপ্রেস ওয়ের নিমতলায় দ্রুতগামী গাড়ীর চাপায় ৭০ বছর বয়সী এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। শুক্রবার সকাল পৌনে ৯ টায় ঢাকাণ্ডমাওয়া এক্সপ্রেস ওয়ের সিরাজদিখানের নিমতলা নামক এলাকায় ঘটনাটি ঘটে। নিহত শিরিয়া বেগম সিরাজদিখান উপজেলার কেয়াইন ইউনিয়নের হাজীগাঁও গ্রামের শেখ কাদিরের স্ত্রী। এ ঘটনায় সকাল ৯ টা থেকে সাড়ে ১০ টা পর্যন্ত দেড় ঘন্টা ঢাকাণ্ডমাওয়া এক্সপ্রেস ওয়ে অবরোধ করে স্থানীয়রা। এ সময় ঢাকাণ্ডমাওয়া এক্সপ্রেস ওয়ের উভয় পাশে প্রায় ৬ কি. মি. দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। দীর্ঘ এই যানজটে শত শত যানবাহন এবং হাজার হাজার যাত্রী চরম দুর্ভোগে পড়ে। হাইওয়ে পুলিশের হস্তক্ষেপে যানচলাচল স্বাভাবিক হয়।
হাসাড়া হাইওয়ে থানার উপপরিদর্শক মুজিবুল হক জানান, অজ্ঞাত দ্রুতগামী গাড়ী চাপায় বৃদ্ধা মারা যায়। কি ধরনের গাড়ী ছিল তা আমরা জানতে পারিনি। ঢাকাণ্ডমাওয়া এক্সপ্রেস ওয়ে যান চলাচল স্বাভাবিক আছে। লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।