রংপুরের তারাগঞ্জ উপজেলায় ইকরচালি ইউনিয়ন পরিষদ চত্বরে থেকে ভিজিডি’র চাল বিতরণ কালে অভিযান চালিয়ে ৫টি ভুয়া ভিজিডি কার্ড আটক করেছেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা আমিনুল ইসলাম। আটককৃত ৫টি ভিজিডি কার্ড যথাক্রমে কার্ড নং ২৮১-কুসুম রানী-পিতা সুধির চন্দ্র, ২৮২- সুধা রানী-পিতা লিটন চন্দ্র, ৩১২-শিউলি রানী-পিতা হরিপদ রায়, ৫৪২-লাবনী আক্তার-পিতা ওয়ারেছ আলী, ইকরচালি, তারাগঞ্জ, রংপুর। উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে ইকরচালী ইউনিয়নের ৫টি ভিজিডি কার্ড আটক উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শাহনাজ ফারহানা আফরোজকে তদন্তের নির্দেশ দেয়া হয়েছে। ভিজিডি’র এ কার্ডগুলি কার্ডে নামধারীদের না দিয়ে,না জানিয়ে তাদের নাম ও ছবি ব্যবহার করে চাল উত্তোলন করে আত্মসাৎ করা হচ্ছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে কার্ড গুলো আটক করে তদন্তের জন্য দেয়া হয়েছে। তদন্তে ভুয়া প্রমানিত হলে বা প্রকৃত উপকার ভোগি চাল না পেয়ে থাকলে সরকারের দেয়া বিধিমোতাবেক জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
খোঁজ খবর নিয়ে জানা গেছে, এ কার্ডের চাল প্রতিমাসে উত্তোলন করে ইকরচালি ইউনিয়নের ৬নং ওয়ার্ডের ইউপি সদস্য বৃন্দাবন আত্মসাৎ করছেন। ইকরচালী ইউপি সদস্য বৃন্দাবন জানান, চাল তোলার সাথে আমি একাই জড়িত নই এর সাথে আরও দু’একজন জড়িত আছেন। তিনি আরও জানান,ইউএনও স্যার কার্ড গুলো আটকের পর বিষয়টি অনেকটা মিমাংসা করা হয়েছে। ওই ইউনিয়নে ভালভাবে খোঁজ নিলে আরও অনেক ভুয়া কার্ড বের হবে বলে ইউপি সদস্য বৃন্দাবন দাবি করেছেন।