জয়পুরহাটের ক্ষেতলালে অভিনব কায়দায় ডলার প্রতারকের খপ্পরে পরে উপজেলার বিনাই গ্রামের ভুট্র হাজীর দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা নিয়ে উধাও প্রাতরক। ঘটনাটি বৃহস্পতিবার বেলা ২টায় কৃষি ব্যাংক এলাকায় ঘটেছে।
ভুট্র হাজীর সাথে কথা বলে জানাযায়, গায়ে জুব্বা, মাথায় পাগড়ী পড়া সুন্দর বেশভূষায় সজ্জিত একজন ফেরিওয়ালা হঠাৎ আমার সাথে কথা বলতে চায়। কথা বলার একপর্যায়ে সে গোপনে কিছু বলতে চাই এবং সে বলে ওঠে ভাই আমি বড় বিপদে পড়েছি সৌদির কিছু রিয়াল নিয়ে। বাংলাদেশী টাকায় প্রায় ২৫/৩০ লক্ষ হবে। আমি চিটাগাং আমার মালিক মৃত্যু কালে পরিবারের সবার অজান্তে আমাকে এগুলো দিয়েছেন। আমি গরীব মানুষ। পুলিশের ভয়ে ভাঙ্গাতে পারছি না। মেহেরবানী করে একটু সাহায্য করেন। আমাকে সৌদি রিয়ালগুলো দেখান ও দুটি নোট দিয়েদেন পরের দিন বগুড়া গিয়ে বাংলাদেশ ব্যাংক থেকে ভেঙ্গে নিয়ে আসি।
দু’দিন পর ওই লোক আবারও আসেন। রিয়াল ভাঙ্গানোর কথা শুনে সে খুশি হন। আবার আমাকে সৌদি রিয়ালের দুটি বান্ডিল দেখান ও বলেন, ভাই আল্লাহ্’র দোহাই আমাকে যা পারেন কিছু নগদ অর্থ দিয়ে এগুলো নিয়ে নেন। আমাকে বাঁচান।
ওই দিন আমি তাকে ক্ষেতলাল নিয়ে আসি এবং কৃষি ব্যাংকের নিজ এ্যকাউন্ট থেকে নগদ ২ লক্ষ ৫০ হাজার টাকা তুলে ওই প্রতারকের হাতে তুলে দেই। ব্যাংকের নিচে এসে আমাকে এক হাজার টাকার একটি নোট দিয়ে বলেন এটা ভাংতি করে এনে দেন ভাই বলে মুহুর্তের মধ্যে হারিয়ে যায়। বাড়ীতে এসে ব্যাগ খুলে দেখি পেপার দিয়ে মোড়ানো সাবান ও কিছু পেপারের বান্ডিল ছাড়া আর কিছুই নেই।
এ ব্যাপারে ক্ষেতলাল থানা কর্মকর্তা ইনচার্জ নিরেন্দ্রনাথ মন্ডল বলেন, ডলার প্রতারকে ফাঁদেপরে এক ব্যক্তি দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা হারিয়েছে। ঘটনার খবর পেয়ে সংঙ্গে সংঙ্গে আলামত সংগ্রহের জন্য ব্যাংকের সিসি ক্যামেরা ফুটেজ সংগ্রহ করেছি।