ঝিনাইদহ-৪ আসনের এমপি আনোয়ারুল আজিম আনার বলেছেন, মহামারি করোনার মধ্যেও হাসপাতালে আগত সাধারন রোগীদের সেবা থেমে নেই। দরিদ্র অসহায় সাধারন মানুষকে সেবা দিতে এ সরকার প্রতিশ্রুতিবদ্ধ। তাই কর্মরত ডাক্তার সহ সকল কর্মকর্তা কর্মচারীদের আন্তরিকতার সাথে দ্বায়িত্ব পালন করতে হবে। তিনি হাসপাতালে আগত রোগীদের সুচিকিৎসা ছাড়াও ডাক্তারদের সকল সমস্যা নিরসনে প্রতিশ্রুতিবদ্ধ। বৃহস্পতিবার দুপুরে হাসপাতাল কনফারেন্স রুমে হাসপাতাল ব্যাবস্থাপনা কমিটির এক মাসিক সভাতে তিনি একথা বলেন।
কালীগঞ্জ হাসপাতাল ব্যাবস্থাপনা কমিটির সভাপতি এমপি আনারের সভাপতিত্বে সভাতে বক্তব্য রাখেন, স্বাস্থ্য কমিটির সদস্য কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সূবর্ণা রানী সাহা, কালীগঞ্জ পৌসভার মেয়র আশরাফুল আলম আশরাফ, উপজেলা ভাইচ চেয়ারম্যান শিবলী নোমানী, মোচিক শ্রমিক ইউনিয়নের সভাপতি গোলাম রসুল, কালীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জামির হোসেন, থানার এস আই আবুল খায়ের ও এনজিও কর্মী শিবুপদ বিশ্বাস।
ডাঃ মাঝহারুল ইসলামের সঞ্চালনায় শুরুতেই কমিটির সদস্য সচিব ডাঃ শামিমা শিরিন লুবনা হাসপাতালটির বর্তমান চিত্র ও সুষ্ট ব্যাবস্থাপনায় নানা কর্মকৌশল তুলে ধরেন। তিনি বর্তমানে এক্্ররে ম্যাশিন, অগ্নিনির্বাপক গ্যাস স্থাপনে ও পরিচ্ছন্ন কর্মী সংকট সহ আরো কিছু সমস্যার কথা তুলে ধরে তা সমাধানে এমপি মহোদয়ের হস্তক্ষেপ কামনা করেন। এরপরই হাসপাতালের আরএমও আহসান হাবিব রোগীদের চিকিৎসা সেবা প্রদান তালিকা ও তাদের কিছু সমস্যার কথা তুলে ধরেন করেন।
সভাতে আরো উপস্থিত ছিলেন, কালীগঞ্জ উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা তরুন কুমার দাস, সমাজসেবা কর্মকর্তা কৌশিক খান, ঝিনাইদহ সদর পাসপাতালের কনসাল্টটেন্ড ডাঃ কাফি, ডাঃ অরুন কুমার, ইউপি চেয়ারম্যান মোদাচ্ছের হোসেন, হাসপাতাল ও ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে কর্মরত ডাক্তার সহ কর্মকর্তাগন।