করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও প্রবীণ আওয়ামী লীগ নেতা আলহাজ্ব সোলায়মান দেওয়ান (৭০)। বৃহস্পতিবার ভোরে তিনি রাজধানী ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। নিহতের ছেলে বদিউজ্জামান দেওয়ান রনি জানান, সোলায়মান দেওয়ান দীর্ঘদিন ধরে বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছিলেন এর মধ্যে গত ৩০ সেপ্টেম্বর তিনি হঠাৎ করে অসুস্থ হয়ে পরলে তীব্র শ্বাসকষ্ট ও জ্বর নিয়ে তাকে রাজধানীর আজগর আলী হাসপাতালে ভর্তি করা হয়। গত ১ অক্টোবর তার করোনা শনাক্ত হয়। সেদিনই অবস্থা সংকটাপন্ন হওয়ায় তাকে লাইফ সাপোর্টে রাখা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় (আজ) বৃহস্পতিবার ভোর সাড়ে চারটার সময় তিনি মারা যান। এদিকে সোলায়মান দেওয়ানের মৃত্যুর ঘটনায় শোক জানিয়েছেন মুন্সীগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি মহিউদ্দিন, মুন্সীগঞ্জ ০৩ আসনের এম.পি অ্যাডভোকেট মৃণাল কান্তি দাস, প্রকৌশলী ইঞ্জিঃ মামুনুর রশিদ ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান আমিরুল ইসলাম ও আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংঘঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এ সময় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান আমিরুল ইসলাম জানান, আওয়ামী লীগের দুর্দিনে সোলায়মান দেওয়ান প্রতিটি আন্দোলন-সংগ্রামে সামনের কাতারে থেকে নেতৃত্ব দিয়েছেন। তার মৃত্যুতে গজারিয়া উপজেলা আওয়ামী রাজনীতির অপূরণীয় ক্ষতি হয়ে গেলো। এদিকে গজারিয়া থানা বিএনপির সাধারণ সম্পাদক ইছহাক আলীর নেতুত্বের পুষ্পঅর্পন করে সমবেদনা জানিয়ে জানাযায় অংশগ্রহণ করেন। জানাযা শেষে তার লাশ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।