সংবাদদাতা প্রভাব বিস্তার করাকে কেন্দ্র করে শৈলকূপা উপজেলার ৬ নং সারুটিয়া ইউনিয়নে গত কাল আওয়ামী লীগের দুই গ্রুপের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এই ঘটনায় উভয় পক্ষের ৬-৭ টা বাড়ী ভাংচুর সহ কয়েক লক্ষ টাকার মালামাল লুটপাট হয়েছে। বর্তমানে গ্রামে অতিরিক্ত পুলিশ মোতায়ন রয়েছে। এলাকা বাসি সূত্রে জানা গেছে স্থানীয় চেয়ারম্যান মাহমুদুর রহমান মামুনের সমর্থক আনোয়ার মেম্বরের সাথে কাতলাগারি বাজারে আওয়ামী নেতা টিপুর সমর্থক হেরু হোসেনের সাথে কথা কাটাকাটি হয়। তার জের ধরে সকাল থেকে দুপুর পর্যন্ত দুই গ্রুপের সমর্থকদের মধ্যে কয়েক দফা ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে এ সময় আনোয়ার মেম্বর, আনসার মেম্বর ও সহিদুল ইসলামের বাড়ী সহ প্রায় ৬-৭ টা বাড়ী ভাংচুর ও কয়েক লক্ষ টাকার মালামাল লুটপাট হয়। এ ব্যাপারে আওয়ামী নেতা টিপু হোসেন জানান আমি ঢাকায় আছি। শুনেছি এলাকায় সংঘর্ষ হয়েছে। এ ব্যাপারে শৈলকূপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহাঙ্গীর আলম জানান, ইউনিয়নে অতিরিক্ত পুলিশ মোতায়ন করা হয়েছে।