ঝিনাইদহের হরিণাকুন্ডুতে গোপাল শর্মা নামের এক কৃষকের ৯০টি মাঝ বয়সি কলাগাছ অগ্যাত ব্যক্তিরা কেটে সাবাড় করে দিয়েছে। ক্ষতিগ্রস্থকৃষক তাহেরহদা ইউনিয়নের গপিনাথপূর গ্রামের মৃত হারানচন্দ্র শর্মার ছেলে। মঙ্গলবার রাতে ঐ গ্রামের মাঠে এই অমানবিক ঘটনা ঘটেছে। এ ঘটনায় ঐ কৃষকের প্রায় ৭০ হাজার টাকার ক্ষতিসাধন হয়েছে বলে তিনি দাবি করেন। গোপাল শর্মা জানান, মাঠে তার ১৪ শতক জমিতে বৈশাখ মাসে লাগানো ৯০ টি কলাগাছে সার কিটনাশক সহ পরিচর্যাবাবদ আনুমানিক ২০ হাজার টাকা খরচ হয়েছে। কিছুদিনের মধ্যেই গাছে কলা ধরা শুরু করতো। প্রায় ৭০ হাজার টাকা আয় করতে পারতেন তিনি ঐ বাগান থেকে। রাতের আঁধারে কলাগাছ মাজামেরে কেটে দেওয়ায় তিনি অসহায় হয়ে পড়েছে। ভুক্তভোগী ঐ কৃষক এখোনও থানায় মৌখিক বা লিখিত কোন অভিযাগ করেননি বলে জানিয়েছে।