পঞ্চগড়ের বোদায় ৮৮টি পুজা মন্ডপে শারদীয় দুগা পুজা অনুষ্ঠিত হবে। বর্তমানে উপজেলার পুজামন্ডপ গুলোতে প্রতিমা তৈরীর কাজ পুরোদমে চলছে বলে জানা গেছে। উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিস সুত্রে জানা গেছে, প্রতিটি পুজামন্ডপের জন্য ৫শত কেজি চাল বরাদ্দ প্রদান করা হয়েছে। উপজেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি পরেশ চন্দ্র বর্মন জানান, এবার শারদীয় দুগা উৎস ২৬টি নীতিমালা বজায় রেখে অনুষ্ঠিত হবে। ইত্যে মধ্যে উপজেলার ১০টি ইউনিয়ন ও পৌরসভায় পুজা উদযাপন কমিটির সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।