পিরোজপুরের নাজিরপুরে মৎস্য অফিসের উদ্যোগে ইলিশ মাছ ধরা বন্ধ রাখার জন্য মৎস্য অফিসের উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ৭ অক্টোবর বুধবার উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ওবায়দুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই মতবিনিময় সভায় উপজেলার ৯টি ইউনিয়নের চেয়ারম্যান ও মৎস্যজীবী নেতারা উপস্থিত ছিলেন। এতে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মাস্টার অমূল্য রঞ্জন হালদার, উপজেলা আ.লীগ সাধারন সম্পাদক ও সদর ইউপি চেয়ারম্যান মো. মোশারেফ হোসেন খান, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা গৌতম চন্দ্র মন্ডল, ইউপি চেয়ারম্যান আশুতোষ বেপারী প্রমুখ। এ সময় আগামী ১৪ অক্টোবর থেকে মা ইলিশ ধরা, বেচা ও সংরক্ষন না করার উপর প্রচারনা করতে ও সকলকে উৎসাহিত করার উপর আলোচনা করা হয়।