খুলনা-৬ (পাইকগাছা-কয়রা) এমপি-আক্তারুজ্জামান বাবু দলীয় নেতা-কর্মীদের উদেশ্যে বলেছেন জাতির জনক বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার কাজে যোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা' সরকারের চলমান উন্নয়ন ও অগ্রযাত্রা সম্পর্কে মানুষের মাঝে তুলে ধরুন। নির্বাচনী এলাকা গড়ইখালী ইউনিয়নের বিভিন্ন উন্নয়ন প্রকল্প পরিদর্শন করে বুধবার সন্ধ্যায় গড়ইখালী বাজাস্থ সাইক্লোলন সেল্টারে স্থানীয় সুধিজন, জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতৃবৃন্দের সাথে মতবিনিয় সভায় তিনি প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি অর্ধেন্দু শেখর মন্ডল এর সভাপতিত্বে ও সম্পাদক এসএম আয়ুব আলীর সঞ্চলনায় এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আ.লীগের সিনিয়র সহ-সভাপতি সমিরন সাধু, সম্পাদক জেলা পরিষদ সদস্য শেখ কামরুল হাসান টিপু, সহ সম্পাদক আনন্দ মোহন বিশ্বাস, পৌর মেয়র সেলিম জাহাঙ্গীর, উপজেলা ভাইস চেয়ারম্যান শিয়াবুদ্দীন ফিরোজ বুলু, ইউপি চেয়ারম্যান রুহুল আমীন বিশ্বাস, কেএম আরিফুজ্জামান তুহিন, অ্যাড. আনোয়ার হোসেন, অ.'লীগ নেতা বিজন বিহারী সরকার, বিভূতী সানা, এসএম রেজাউল হক, প্রভাষক ময়নুল ইসলাম, আরশাদ আলী বিশ্বাস, সাবেক ভাইস চেয়ারম্যান কৃষ্ণপদ মন্ডল, মিজান গাজ্,ী স্নেহেন্দু বিকাশ, ততুার কান্তি মন্ডল, বিজন রায়, প্যানেল চেয়ারম্যান আঃ ছালাম কেরু, বিএম শফী, তরিকুল ইসলাম সানা, প্রভাষক ইমতিয়াজ,শফিকুল ইসলাম, মানবেন্দ্র নাথ মন্ডল, সম্রাট, বান্টি, পার্থ, মানিক, বাপ্পি, রনি, ফয়সাল ও হামিম প্রমুখ।