নড়াইলের কালিয়া উপজেলার চাঁচুড়ী বাজার থেকে ১৪টি মামলার গ্রেফতারী পরোয়ানার আসামি প্রতারক শামছুজোহা আবিরকে (৩২) গ্রফতার করেছে পুলিশ। সে সাতক্ষীরা জেলার পাটকেলঘাটা উপজেলার বড়বিলা গ্রামের মো. রুহুল কুদ্দুসের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, প্রতারক আবির প্রায় দুইবছর আগে সাতক্ষীরা জেলার বিভিন্ন এলাকার হজ্জ্বে গমনেচ্চুক মানুষকে হজ্জ্¦ে পাঠানোর নাম করে ও নানা প্রলোভনের ফাঁদে ফেলে বহু মানুষের কাছ থেকে প্রায় আড়াই কোটি টাকা হাতিয়ে নিয়ে উধাও হয়ে যায়। প্রতারনার শিকার ১৪জন হজ্জ্ব গমনেচ্ছুক হজ্জ্¦ে যেতে ব্যর্থ হয়ে তার বিরুদ্ধে ১৪টি মামলা দায়ের করেন। ওইসব মামলায় গ্রেপ্তারি পরওয়ানা জারি হলে পুলিশ তাকে ধরতে বিভিন্নস্থানে অভিযান চালায়। এ কারণে আবির পরিবার পরিজন নিয়ে কালিয়া উপজেলার চাচুড়ী গ্রামে এসে আত্মগোপন করে বসবাস করতে থাকে। এ খবর জানতে পেরে সাতক্ষীরার পাটকেলঘাটা থানার উপসহকারি পুলিশ পরিদর্শক মো. মাহাবুব হাসান ও মো. নিজাম উদ্দিনের নেতৃত্বে একদল পুলিশ কালিয়া থানা পুলিশের সহযোগিতায় বুধবার (৭ অক্টোবর) রাত ৮টার দিকে চাচুঁড়ী বাজারে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
কালিয়া থানার ওসি মো. রফিকুল ইসলাম প্রতারক আবিরকে গ্রেফতারের সত্যতা স্মীকার করে বলেন, ‘গ্রেফতারকৃতকে পাটকেলঘাটা থানায় প্রেরণ করা হয়েছে।’