 
		
	দেশব্যাপি চলমান নারী ধর্ষণ, শিশু নির্যাতন নৈরাজ্যের প্রতিবাদে এবং ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি কার্যকরের দাবীতে চাঁদপুরের ফরিদগঞ্জে বাসদ (মার্কসবাদী) দলের উদ্যোগে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। গতকাল বৃহসপতিবার সকালে উপজেলা শহীদ মিনার চত্বরে মানববন্ধনে বক্তারা ধর্ষণমুক্ত সমাজ বিনির্মাণে আইনের নায্য এবং কঠোর প্রয়োগ করতে সরকারের প্রতি আহবান জানান। যে কোন ইস্যুতে রাজনৈতিক কাদা ছোঁড়াছুড়ি বন্ধ করে ধর্ষকদের শাস্তি নিশ্চিত করণে ভূমিকা পালনের অনুরোধ জানান। যার যার অবস্থান থেকে সকল অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার ভূমিকা পালনের মাধ্যমে জনমত সৃষ্টি করে সংঘবদ্ধভাবে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার প্রত্যাশা ব্যক্ত করেন বক্তরা। মানববন্ধনে বক্তব্য রাখেন বাসদ (মার্কসবাদী) নেতা কমরেড ওয়াদুদ, জি এম বাদশা, আমান উল্যা, হাবিবুর রহমান প্রমুখ।