ঝিনাইদহের শৈলকুপার মেধাবী তরুণী ইসলামি বিশ্ববিদ্যালয়ের ২০১২-১৩ শিক্ষা বর্ষের হিসাব বিজ্ঞান বিভাগের ছাত্রী উলফাত আরা তিন্নীর রহস্যজনক মৃত্যুর ঘটনায় দায়ের হওয়া মালার প্রধান আসামি জামিরুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার ভোরে মাগুরা জেলার ভায়না মোড় থেকে তাকে গ্রেপ্তার করা হয়। জামিরুল উপজেলার শেখপাড়া গ্রামের কনির উদ্দিনের ছেলে ও তিন্নীর মেজো বোন ইফফাত আরা মিন্নীর সাবেক স্বামী। গত বৃহস্পতিবার রাতে জামিরুল ও তার সহযোগীরা তিন্নীদের বাড়িতে প্রবেশ করে ভাংচুর ও তার উপর পাশরিক নির্যাতনের পর রাত ১২টার দিকে রুম থেকে তিন্নীর মরদেহ উদ্ধার করে প্রতিবেশীরা। এ ঘটনায় তিন্নীর মা বাদী হয়ে শুক্রবার রাতে শৈলকুপা থানায় নারী ও শিশু নির্যাতন আইনে ৮ জনকে আসামি করে মামলা দায়ের করেন। সে মামলায় আগেই ৪ আসামীকে গ্রেপ্তার করে পুলিশ।
তিন্নীর রহস্যজনক মৃত্যুর ঘটনায় দায়ের হওয়া মামলার তদন্ত কর্মকর্তা ওসি (তদন্ত) মহসিন হোসেন জানান, তিন্নীর মৃত্যুর ঘটনায় মায়ের দায়ের করা মামলার প্রধান আসামি বোনের সাবেক স্বামী জামিরুলকে মাগুরা শহরের ভায়নার মোড় থেকে ভোরে গ্রেপ্তার করা হয়েছে।
শৈলকুপা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আরিফুল ইসলাম জানান, তিন্নীর উপর নির্যাতন ও পরে তার রুম থেকে ঝুলন্ত মরদেহ উদ্ধারের ঘটনায় দায়ের হওয়া মামলার প্রধান আসামীকে আটক করা হয়েছে। সে একটু পরপরই স্থান পরিবর্তন করছিল। মাগুরার ভায়নামোড় দিয়ে কোথাও যাওয়ার জন্য দাঁড়িয়ে ছিল। এ সময় শৈলকুপা থানার পুলিশের একটি দল তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।
তিন্নী শৈলকুপার শেখপাড়া গ্রামের মুক্তিযোদ্ধা মৃত ইউসুফ আলীর কন্যা।