বিশে^র প্রতি বছর অক্টোবর মাসের দ্বিতীয় বৃহস্পতিবার অন্ধত্ব ও দৃষ্টি প্রতিবন্ধকতার প্রতি বিশে^র মনোযোগ আকর্ষণ করতে বিশ^ দৃষ্টি দিবস উ কুমার বর্মণ, ও,এ মোছাঃ রিমকি বেগম, ও,এ মোছাঃ ইতি আক্তার এর উপস্থিতিতে ঢাকা মিরপুর ব্র্যাক এর সিনিয়র সেক্টর স্পেসালিষ্ট ডাদযাপিত হয়। আর সে কারনেই “দৃষ্টি জুড়ে আশা” এই প্রতিপাদ্যকে সামনে রেখে পঞ্চগড়ের আটোয়ারীতে বিশ^ দৃষ্টি দিবস উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার দিনব্যাপী উপজেলার প্রাণ কেন্দ্র ফকিরগঞ্জ বাজারে অবস্থিত ব্র্যাক ভিশন সেন্টারে বিভিন্ন এলাকার ৫০ জন গরিব অসহায় দুস্থ্য রোগীকে ফ্রি চোখ পরীক্ষা, চিকিৎসা সেবা সহ লিফলেট ও মাস্ক বিতরণ করেন। এ সময় ব্র্যাক মাইক্রোফিনেন্স কর্মসূচীর শাখা ব্যবস্থাপক সুনিল কুমার রায়, প্রগতি কর্মসূচীর এরিয়া ম্যানেজার মোঃ আবদুর রহমান, ব্র্যাক ভিশন সেন্টারের কর্মসূচি সংগঠক গৌতম ঃ মফিজুর রহমান ও দিনাজপুর গাওসুল আজম চক্ষু হাসপাতালের ডাঃ ওয়াহিদা বেগম অনলাইনে চিকিৎসা (টেলিমেডিসিন) সেবা প্রদান করেন।