মৎস্য ও প্রানীসম্পদ মন্ত্রী অ্যাডভোকেট শ.ম রেজাউল করিম বলেছেন, বাংলাদেশ ও চীনের মধ্যে রয়েছে অকৃত্তিম বন্ধুত্ব। এদেশে বড় বড় যে মেঘা প্রকল্প আজ দৃশ্যমান তার পেছনে রয়েছে চীনের বন্ধুত্বপূর্ন সহযোগীতার হাত। অনাকাঙ্খীত এ ঘটনার জন্য সেতু নির্মানে কোন প্রভাব ফেলবেনা।
মন্ত্রী আজ (বৃহস্পতিবার) দুপুরে পিরোজপুরে নির্মানাধীন ৮ম বাংলাদেশ-চীন মৈত্রী সেতুতে (বেকুটিয়া সেতু) কর্মরত প্রধান টেকনিশিয়ান চীনের নাগরিক মি. লাওফান (৫৮) দুর্বৃত্তদের ছুরিকাঘাতে গতকাল রাতে সেতু এলাকায় গুরুতর জখম প্রাপ্ত হন এবং রাত প্রায় ৮টার দিকে পিরোজপুর জেলা হাসপাতালে মারা যান।
মন্ত্রী এ খবর জানতে পেরে আজ বিমানযোগে পিরোজপুরে আসেন এবং সেতু এলাকা পরিদর্শন শেষে তিনি পিরোজপুর সার্কিট হাউজ মিলনায়তনে মিট দ্যা প্রেসে বক্তব্য রাখেন।
এ সময় মন্ত্রীর সঙ্গে মিট দ্যা প্রেসে উপসিাথত ছিলেন জেলা প্রশাসক আবু আলী মোঃ সাজ্জাদ হোসেন, পুলিশ সুপার হায়াতুল ইসলাম খান, র্যাব-৮ এর উপ-অধিনায়ক মোঃ জাহাঙ্গীর হোসেন এবং সেতুর কাজে নিয়োজিত চীনা দুই কর্মকর্তা।
সংবাদ সম্মেলনে পুলিশ সুপার জানান, হামলায় জড়িত একজনকে গ্রেফতার করেছে পুলিশ। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।