শেরপুরের নালিতাবাড়ীতে চক্ষু চিকিৎসা সেবা প্রদানের মধ্য দিয়ে বিশ্ব দৃষ্টি দিবস পালিত হয়েছে।
বৃহস্পতিবার সকালে নালিতাবাড়ী উপজেলার গড়কান্দা মোড়ে ব্র্যাক ভিশন সেন্টারে আয়োজনে বিশ্ব দৃষ্টি দিবস উপলক্ষ্যে জনসাধারনকে বিনামূল্যে চক্ষু পরিক্ষা-নিরিক্ষাসহ সেবা প্রদান করা হয়। এ সময় উপস্থিত ছিলেন, ব্র্যাক ভিশন সেন্টারের অফথ্যালমিক এসিসটেন্ট রিমা আক্তার, লাকী মনি, মোবিলাইজডদার ওয়াজেদ আলী ও আলআমীনসহ প্রমূখ ব্যাক্তিবর্গ। এ সময় উপজেলার বিভিন্ন জায়গা থেকে আগত বয়স্ক মহিলা ও পুরুষ চক্ষু রোগীদের বিনামূল্যে চোখের বিভিন্ন সমস্যার সমাধানসহ সেবা প্রদান করা হয়। সেবা সমূহের মধ্যে প্রাথমিক চক্ষু চিকিৎসা, রিফ্র্যাকশন, চোখের ওষধ, চশমা ও বিভিন্ন পরিক্ষা-নিরিক্ষা করা হয়।