কালীগঞ্জে মরহুম ইয়াকুব আলী বিশ্বাস ও মোয়াজ্জেম হোসেন জিন্নাহ স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। বুধবার বিকালে মল্লিকপুর স্কুল মাঠে ৮ দলীয় এ টুনামেন্টের উদ্বোধন করেন প্রধান অতিথি ঝিনাইদহ-৪ আসনের এমপি আনোয়ারুল আজীম আনার। টুনামেন্ট কমিটির সভাপতি আবদুল আজিজের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদ সদস্য জাহাঙ্গীর হোসেন সোহেল ও কালীগঞ্জ উপজেলা পরিষদ ভাইস-চেয়ারম্যান শিবলী নোমানী। উদ্বোধনী খেলায় কালীগঞ্জ ফুটবল একাদশ ১ - ০ গোলে মাগুরা শালিখার মমো ফুটবল একাদশকে পরাজিত করেছে।
শুরুতেই খেলার মাঠে প্রধান অতিথি এমপি আনার উভয় দলের খেলোয়াড়দের সাথে পরিচয় পর্ব শেষে বল মেলে খেলার উদ্বোধন ঘোষনা করেন। এরপর মাঠে বল গড়ানোর পর প্রথমার্ধে কোন দলই গোল করতে ব্যর্থ হয়। দ্বিতিয়ার্ধে কালীগঞ্জ ফুটবল একাদশের জুয়েল একমাত্র গোলটি করায় কালীগঞ্জ একাদশ ১ - ০ গোলের ব্যাবধানে জয়লাভ করে। খেলার রেফারীর দ্বায়িত্বে ছিলেন রবিউল ইসলাম, মোমেনুল হক খোকা ও আবদুর রাজ্জাক। ধারাভাষ্য দেন খোরশেদ আলম ও রবিউল ইসলাম।টুনামেন্ট পরিচালনা কমিটির অন্যতম সদস্য নাজমুল হোসেনের সার্বিক তত্বাবধানে উদ্বোধন অনুষ্ঠানে আরো উপস্থিত ইউপি চেয়ারম্যান একরামুল হক সংগ্রাম, রাজু আহম্মেদ রনি লস্কর ও নাছির চৌধুরী সহ কালীগঞ্জ ক্রিড়া ফেডারেশনের নেতৃবৃন্দ।