খুলনার পাইকগাছায় সরলে বসবাসরত ৩ ব্যক্তি এসিল্যান্ডের ড্রাইভার সহ প্রতিবেশী ১১ পরিবারের যাতায়াতের পথ বন্ধ করে দিয়েছে বলে অভিযোগ উঠেছে। এর ফলে দৈনন্দিন কাজে যাতায়াতে চরম ভোগান্তিতে রয়েছে প্রতিবেশী পরিবারের সদস্যরা। ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে ৩ ব্যক্তির বিরুদ্ধে থানায় জিডি করা হয়েছে।
প্রাপ্ত অভিযোগে জানাগেছে, পৌরসভার ৪নং ওয়ার্ড সরল গ্রামের গগণ বাবু রোড এলাকায় এসএ ৭নং খতিয়ানের ৬৭৮ দাগে কোবলা দলিল মূলে সম্পত্তি ক্রয় করে ওয়াজেদ আলী সরদার, তেজেন্দ্র নাথ কর্মকার, সাইদুল ইসলাম, সুকুমার সরকার, গৌতম কবিরাজ, মমতাজ বেগম, সৈয়দ নেছারুল ইসলাম, আবদুল আলীম, আবদুল মাজেদ সরদার, আশরাফুল ইসলাম, নেপাল চন্দ্র সরকার, কমলেশ সরদার, বাদল সরদার ও ভবেন্দ্রনাথ সরদার সহ কয়েকটি পরিবার বসবাস করে আসছে। বসবাসরত পরিবারগুলোর মধ্যে কমলেশ সরদার, বাদল সরদার ও ভবেন্দ্রনাথ সরদার তাদের জমির অংশের যাতায়াতের পথ বন্ধ করায় যাতায়াতে এসিল্যান্ডের ড্রাইভার ওয়াজেদ আলী সহ ১১টি পরিবার চরম বিপাকে পড়েছেন।
ওয়াজেদ আলী জানান, প্রায় ২৫ বছর আগে বসবাসের জন্য জমি ক্রয় করেছি এবং অত্র সম্পত্তিতে বসতবাড়ী নির্মাণ করে ১৬ বছর যাবৎ বসবাস করছি। আমার সামনে হতে ঢালাই রাস্তা পর্যন্ত অপর ৩টি পরিবারের জমি রয়েছে। তাদের অংশ দিয়ে যাতায়াতের জন্য জমির মালিক ধনঞ্জয় ও খগেন্দ্রাথ মন্ডলের নিকট থেকে ০.৫ শতক জমি কোবলা দলিল মূলে খরিদ করেছি। দীর্ঘদিনের এ যাতায়াতের পথ প্রতিবেশী কমলেশ, ভবেন ও বাদল প্রাচীর ও ঘেরাবেড়া দিয়ে বন্ধ করে দিয়েছে। এর ফলে আমি সহ আশে পাশের ১১টি পরিবারের যাতায়াতের পথ বন্ধ করে দিয়েছে।
পরিবার পরিজন নিয়ে চরম দুর্ভোগের মধ্যে বসবাস করছি। পাশের শরিক নেপাল চন্দ্র যাতায়াতের পথের জন্য তার অংশের ২ হাত জায়গা ছেড়ে দিয়েছে। কিন্তু কমলেশের প্রাচীরের কারণে নেপালের ছেড়ে দেওয়া জায়গা কাজে আসছে না।গৃৃহবধূ সেলিনা খাতুন জানান, কমলেশ নির্মাণ কাজ করার সময় আমরা বাঁধা দিয়েছিলাম। ওই সময় স্থানীয় কাউন্সিলর এসএম তৈয়েবুর রহমানের নিকট আমাদের যাতায়াতের পথ উন্মুক্ত রাখবে মর্মে অঙ্গিকার করেছিল। মানবিক দিক বিবেচনা করে ১১টি পরিবারের যাতায়াতের পথের প্রয়োজনীয় সু-ব্যবস্থা করার জন্য সংশ্লিষ্ট থানা পুলিশ ও প্রশাসনের আশুহস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগী পরিবার।