আসন্ন শারদীয় দুর্গোৎসব উপলক্ষে খুলনার পাইকগাছায় উপজেলা প্রশাসনের আয়োজনে পূজা উদযাপন পরিষদ ও মন্দির কমিটির নেতৃবৃন্দের সাথে প্রস্তুতি মুলক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা ১১ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা এবিএম খালিদ হোসেন সিদ্দিকী সভাপতিত্বে এ সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের উপনির্বাচনে নৌকার প্রার্থী আওয়ামী লীগের সভাপতি আনোয়ার ইকবাল মন্টু, ওসি এজাজ শফী, পূজা উদযাপন পরিষদের সভাপতি সমীরন সাধু, সম্পাদক আনন্দ মোহন বিশ্বাস, অবঃ অধ্যক্ষ রমেন্দ্র নাথ সরকার, উপজেলা ভাইস চেয়ারম্যান শিয়াবুদ্দীন ফিরোজ বুলু ও প্রভাষক ময়নুল ইসলাম প্রমুখ।