প্রধান মন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তি করার অভিযোগে জামালপুর এক যুবককে আটক করেছে পুলিশ। গত বুধবার (৭ অক্টোবর) ভোরে ওই যুবককে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়।পুলিশের পক্ষ থেকে জানায়,জামালপুর সদর উপজেলার শ্রীপুর ইউনিয়নের পলাশকুঁড়া গ্রামের মো.ইউসুফ আলীর ছেলে মো.আরিফুল ইসলাম(২৩) সে প্রধান মন্ত্রীকে নিয়ে ফেসবুকে আপত্তিকর মন্তব্য করেন। বিষয়টি জানতে পেরে সদর থানার ওসি মো.সালেমুজ্জামান রাতেই ওই যুবককে গ্রেফতারে অভিযান শুরু করেন। পুলিশ জানায় আটককৃত যুবক স্থানীয় একটি মাদরাসায় পড়ালেখা শেষ করে একটি বেসরকারী কোম্পানীতে চাকুরী করতেন। এ ঘটনায় জামালপুর সদর থানায় একটি তথ্যপ্রযুক্তি আইনে মামলা হয়েছে।