নলডাঙ্গা পুলিশ ফাঁড়িতে জমি দান করেছেন মোঃ ইকবাল আনোর নামের এক মাদরাসা শিক্ষক। জমি দাতা ইকবাল আনোয়ার সদর উপজেলার খড়াশুনী গ্রামের মৃত ইসমাইল বিশ^াসের ছেলে। এছাড়া তিনি স্থানীয় নলডাঙ্গা শামছুল আলম খাঁন দাখিল মাদরাসার সুপার হিসাবে দ্বায়িত্ব পালন করছেন। সম্প্রতি জমিটি পুলিশ ফাড়ির নামে রেজিষ্ট্রি করে ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারের হাতে হস্তান্তর করেন।
জেলা সদরের প্রত্যান্ত অঞ্চল নলডাঙ্গাসহ আশেপাশের এলাকায় দির্ঘদিন ধরে ফাঁড়ি পুলিশ শান্তি শৃঙ্খলা বজায় রাখতে ভূমিকা রেখে আসছে। কিন্তু ফাঁড়িটি নিজস্ব কোন জমি বা ভবন ছিল না। সর্বশেষ ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারের প্রচেষ্টায় ৩৩ জমি দান করেন শিক্ষক ইকবাল আনোয়ার। ওক্ত জমির আনুমানিক মূল্য প্রায় ২০ লাখ টাকা।
দাতা সুপার ইকবাল আনোয়ার জানান, ফাঁড়ি পুলিশ আমাদের এলাকায় শান্তি শৃঙ্খলাসহ নানা সামাজিক কাজে অংশ নিয়ে থাকে। কিন্তু ফাড়ির কোন নিজস্ব জমি না থাকায় আমার নিজস্ব ৩৩ শতক জমি ফাড়ির জন্য দান করেছি।