নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার একলাশপুরে গৃহবধূকে বিবস্ত্র করে তার ওপর বর্বরোচিত নির্যাতনের প্রতিবাদে ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার জমিদারহাটে বিক্ষোভ মিছিল, মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছে বারিকান্দি যুব সমাজ কল্যাণ পরিষদ নামের একটি সংগঠন।
বুধবার জমিদারহাট বিএন উচ্চবিদ্যালয়ের সামনে থেকে নির্যাতনকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে বাজারের প্রধান সড়ক প্রদক্ষিন করে। শেষে বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত ঘন্টাব্যাপী ফেনী-নোয়াখালী মহাসড়কের জমিদারহাট বাজারে ওই বিক্ষোভ মিছিল, মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন-বারিকান্দি সমাজ কল্যাণ পরিষদের সাংগঠনিক সম্পাদক আবদুর রহমান মাসুদ, অর্থ সম্পাদক মোতালেব হোসেন,ছাত্রনেতা গিয়াস উদ্দিন রবিন প্রমুখ।
বক্তারা অভিলম্বে ঘটনার সঙ্গে জড়িত অন্য সকল আসামিদের গ্রেফতার করে আইনের আওয়াতায় আনার দাবী জানান এবং প্রকাশ্যে তাদওে বিচারের দাবী করেন।