কয়রা উপজেলা জলবায়ু পরিষদের উদ্যোগে কয়রা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও মেম্বরদের সাথে জলবায়ু পরিবর্তনে স্থানীয় অভিযোজন ও বাঁধ ব্যবস্থপনা আর্থিক মুল্য নিরুপন বিষয়ে এক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। বুধবার বেলা ১১ টায় পরিষদের সম্মেলন কক্ষে ইউপি চেয়ারম্যান মোহাঃ হুমায়ুন কবিরের সভাপতিত্বে ও সিএসআরএলের কয়রা উপজেলার ফিল্ড কর্মকর্তা নিরাপদ মুন্ডার পরিচালায় এতে বক্তব্য রাখেন জলবায়ু পরিষদের সদস্য সাংবাদিক রিয়াছাদ আলী, প্রধান শিক্ষক এস এম নুরুল আমিন নাহিন, ইউপি সচিব উত্তম কুমার বিশ্বাস, ইউপি সদস্য এস এম শফিকুল ইসলাম, আঃ রব খোকন, আলহজ্ব আঃ গফ্ফার, আক্তারুল ইসলাম, শেখ রোকনুজ্জামান, রেজাউল করিম, সরদার লুৎফর রহমান, হরেন্দ্রনাথ সরকাার, আঞ্জুমানারা, ললিতা বর্মন, ছেতারা পারভীন প্রমুখ। সভায় ইউনিয়নের ৯ টি ওর্য়াডের দুর্যোগে করনীয় অভিযোজনের বিষয় গুলো উপস্থাপন করে তা সমাধানের বিষযে বিস্তারিত আলোচনা করা হয়।