শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় আজ মঙ্গলবার বিকেলে ভোগাই নদীর কালাকুমা মৌজা হাতিপাগাড়সহ বালু উত্তোলন বন্ধ ঘোষনা করেছে উপজেলা প্রশসান।
উপজেলা প্রশাসন সূত্রে, আজ মঙ্গলবার হতে ভোগাই নদীর অনুমোদিত বালু মহালের উত্তর প্রান্তসীমা পরিদর্শন শেষে অনুমোদন বর্হিভূত কালাকুমা মৌজা এবং হাতিপাগাড় এলাকা বালু উত্তোলন বন্ধ করা হয়। একই সাথে দুটি বালু উত্তোলনে ব্যবহারকারী মেশিন জব্দ করে অকার্যকর করা হয় এবং কালাকুমা বাজার সংলগ্ন স্থানে ইতিপূর্বে উত্তোলিত বালু বানিজ্যিক ভাবে স্থানান্তর নিষিদ্ধ করা হয়।
এব্যাপারে নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজুল আলম মাসুম বলেন, ইজারা ব্যাতিত স্থানে কোন ভাবেই বালু উত্তোলন বা বিপনন করা যাবে না। আর যে সব মৌজা ইজারা দেওয়া হয়েছে সেসব স্থানে চিহ্নিত করে দেওয়া হয়েছে। এর বাইরে কেউ বালু উত্তোলন করা বা বিক্রি করা নিষিদ্ধ করা হয়েছে।