ঝিনাইদহের শৈলকুপায় সাদিয়া খাতুন (৯) নামে এক শিশু শিক্ষার্থী গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছে। মঙ্গলবার সকালে উপজেলার মনোহরপুর ইউনিয়নের পাইকপাড়া গ্রামে ঘটনাটি ঘটে। নিহত শিক্ষার্থী ওই গ্রামের অবসর প্রাপ্ত সৈনিক কামরুল হাসানের কন্যা ও পাইকপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেনীর শিক্ষার্থী।
নিহতের পিতা কামরুল হাসান জানান, সকালে সাদিয়া কোচিং শেষ করে বাড়িতে আসে। পরে মায়ের সাথে নানা বাড়ি যাবে বলে জানান। পড়াশোনা নষ্ট হবে বলে তার মা নানা বাড়ি যেতে নিষেধ করে। অভিমান করে বাড়ির সবার চক্ষু আড়াল নিজ শয়ন কক্ষে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। পরে পরিবারের লোকজন টের পেয়ে তাকে শৈলকুপা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ষোষণা করে।
শৈলকুপা থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহাঙ্গীর আলম বিষয়টি নিশ্চিত করেছেন।