ঝিনাইদহের কালীগঞ্জ পৌরসভার ৫নং ওয়ার্ডের উপনির্বাচনের বোতল প্রতিকের প্রার্থী মনিরুজ্জামান রিংকুর পক্ষে বিশাল নির্বাচনী মোটরসাইকেল শোডাউন হয়েছে।
সোমবার বিকেল ৫ টার দিকে শোডাউনটি জেলা ছাত্রলীগের সহ-সভাপতি মিঠু মালিথার ব্যক্তিগত কার্যালয় থেকে বের হয়ে নির্বাচনী এলাকা প্রদক্ষিন করে নির্বাচনী বোতল প্রতিকের অস্থায়ী কার্যালয়ে এসে শেষ হয়।
শোভাযাত্রা শেষে সংক্ষিপ্ত পথসভায় বক্তব্য রাখেন বোতল প্রতিকের প্রার্থী মনিরুজ্জামান রিংকু, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি ও কালীগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মিঠু মালিথা, আরটিভির সাংবাদিক শিপলু জামানসহ যুবলীগ, ছাত্রলীগের নেতৃবৃন্দ আগামী ১০ অক্টোবর কালীগঞ্জ পৌরসভার ৫নং ওয়ার্ডের উপনির্বাচন অনুষ্ঠিত হবে।