নওগাঁর পোরশায় ২০বোতল ফেনসিডিলিসহ সজীব আলী (২১) নামে এক যুবককে আটক করেছে থানা পুলিশ। সে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার হামিদনগর ছামাতুল্লা গ্রামের আবদুর রহিমের ছেলে। গোপন সংবাদের ভিত্তিতে পোরশা থানার এসআই শীতল কুমারের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স সোমবার সন্ধায় অভিযান চালিয়ে উপজেলার বন্ধুপাড়ার মোড় এলাকা থেকে তাকে আটক করে। পোরশা থানা কর্মকর্তা ইনচার্জ শফিউল আজম খাঁন জানান, আটকৃত সজীব অভিনব কায়দায় ব্যাগে ফেনসিডিল গুলি বহন করছিল। এ সময় তাকে আটক করা হয়। এ ব্যাপারে রাতেই থানায় বিশেষ আইনে মামলা হয়েছে এবং আটককৃতকে গ্রেফতার দেখিয়ে মঙ্গলবার জেল হাজতে প্রেরন করা হয়েছে।