ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার ১নং নাওগাঁও ইউনিয়নের সন্তোষপুর রাবার বাগান এলাকায় ব্যাটারী চালিত অটোরিক্সার সাথে মোটরসাইকেলের সংঘর্ষে পল্লী চিকিৎসক আঃ রহিম (২৭) নিহত হয়েছেন। নিহত আঃ রহিম কান্দুর বাজারে একটি ঔষধের ফার্মেসীর মালিক। সোমবার সকাল ১১ টার দিকে অটোরিক্সার সাথে সংঘর্ষে গুরুতর আহত হলে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসারত অবস্থায় সন্ধায় তার মৃত্যু হয়। ফুলবাড়ীয়া থানার পরিদর্শক (তদন্ত) জহিরুল ইসলাম মুন্না জানান, মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত হয়।ঘটনার পর চালক পালিয়ে যায়। অটোগাড়িটি জব্দ করা হয়েছে।