ব্রহ্মপুত্র নদ খননের নামে পৈত্রিক বসতভিটা থেকে উচ্ছেদ এবং ব্যক্তি মালিকাধীন ফসলি জমি খননের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছে মরিচারচর (নতুন চর) গ্রামবাসী। সোমবার দুপুরে ময়ননসিংহ বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সামনে ঘন্টাব্যাপী এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকের নিকট স্মারকলিপি প্রদান করে এলাকাবাসী।
মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন জনউদ্যোগের আহ্বায়ক অ্যাডভোকেট নজরুল ইসলাম চুন্নু, যুগ্ম-আহবায়ক অ্যাডভোকেট শিব্বির আহমেদ লিটন, প্রকৃতির আহ্বায়ক অ্যাডভোকেট আবদুল মোত্তালেব লাল, জেলা জাসদ সহ-সভাপতি রতন সরকার, আবুল কাসেম, মতিউর রহমান ফয়সাল, সাখাওয়াৎ হোসেন, শিক্ষক নেতা খন্দকার সুলতান আহমেদসহ আরো অনেকেই।
মানববন্ধনে বক্তারা বলেন, ব্রহ্মপুত্র নদ খনন করার জন্য সরকার যে উদ্যোগ নিয়েছে, তা সময়োপযোগী। প্রকৃতির নিয়মে নদণ্ডনদী তার নিজস্ব ছন্দে তার গতিপথ পরিবর্তন করে। নদের গতি ধারা সেভাবেই চলবে। বর্তমানে নদকে সোজা করার পরিকলল্পনায় ময়মনসিংহের ঈশ্বরগঞ্জের মরিচার চর (নতুন চর) এলাকার ২শ ৪০টি পরিবার বৈধ মালিকানা স্বত্বের আবাদি ভূমি ও ভিটে-মাটি হারিয়ে নিঃস্ব হয়ে পড়বে। যদি পরিবারগুলোর জমি দিতেই হয়, তবে সরকার ও সংশ্লিষ্ঠ কর্তৃপক্ষ সঠিক বিচারে ক্ষতিপুরন প্রদান করা হয়।
এব্যাপরে ঈশ্বরগঞ্জের উচাখিলা ইউনিয়নের চেয়ারম্যান শফিকুল ইসলাম বলেন, ব্রহ্মপুত্র নদটি তার গতিপথ পরিবর্তন করে পূর্বদিকে মরিচারচর গ্রামের ভিতরের দিকে প্রবেশ করে। ফলে গত এক দশকে ব্রহ্মপুত্র নদের ভাঙ্গনের কবলে পড়ে শত শত ঘরবাড়ি ও হাজার হাজার হেক্টর ফসলী জমি। এখনও যদি বর্তমান মরিচার চর অংশ দিয়েই নদ খনন করা হয় তাহলে ব্রহ্মপুত্র নদের অব্যহত ভাঙ্গনে মানচিত্র থেকে ঐতিহ্যবাহী এই গ্রামটি বিলীন হয়ে যাবে। পূর্বের জায়গা (কালির বাজারের নীচ) দিয়ে নদটি খনন করা হলে ভাঙ্গনের কবল থেকে রক্ষা পাবে শত শত ঘরবাড়ি ও হাজার হাজার হেক্টর ফসলী জমি।