কেশবপুরে এক স্ত্রী তার স্বামীর বিরুদ্ধে যৌতুক লীপ্সা ও দ্বিতীয় বিয়ের অভিযোগ এনে কেশবপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে।
অভিযোগে জানা গেছে, উপজেলার বালিয়াডাঙ্গা গ্রামের নাদিরা বেগমের সাথে প্রায় ৩০ বছর পুর্বে একই গ্রামের মৃত সবেদ আলী ডাক্তারের ছেলে আক্তারুজ্জামান কাবুলের সাথে ইসলামি শরিয়ত মোতাবেক বিয়ে হয়। সংসারে তাদের সাওদা আক্তার (২৫) ও সাদিয়া আক্তার(২২) নামে দুটি কন্যাসন্তান রয়েছে। স্বামী স্ত্রী নাদিরা বেগমকে বাপের বাড়ি থেকে যৌতুক বাবদ কিছু টাকা এনে দিতে বললে নাদিরার পিতা বিভিন্ন সময়ে ও কেশবপুর বাজারে গার্মেন্টস দোকান করা বাবদ প্রায় ১২ লাখ টাকা ও পাঁচ ভরি স্বর্ণালঙ্কার প্রদান করে। এর পরও স্বামীর যৌতুক লীপ্সা না কমায় সে আরো টাকার দাবি জানায়্ সে টাকা দিতে না পারায় স্বামী আক্তারুজ্জামান নাদিরা বেগমকে দৈহিক নির্যাতন শুরু করে। এরই মাঝে সে দ্বিতীয় বিয়ে করে। এর প্রতিবাদ করলে স্বামী আক্তারুজ্জামান বাঁশের লাঠি দিয়ে মেয়েদের সামনে বেধড়ক মারপিট করে বাড়ি থেকে বের করে দেয়। এ নিয়ে স্থানীয় ভাবে কয়েক বার শালিস বৈঠক বসলেও কোন সুরাহা না হওয়ায় থানায় অভিযোগ দায়ের করেন স্ত্রী নাদিরা বেগম। এদিকে থানায় অভিযোগ দায়েরের পর স্বামী আক্তারুজ্জামান কাবুল প্রশাসনের বিভিন্ন দফতরে ও সংবাদ সম্মেলন করে মিথ্যা মনগড়া অভিযোগ করে তাকে হেনস্থা করে চলেছে বলে অভিযোগ।