সোমবার টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় পরিবেশ ও বন উন্নয়ন প্রাথমিক শিক্ষা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।উপজেলা প্রশাসন আয়োজিত,উপজেলা পরিষদ সভা কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা অঞ্জন কুমার সরকারের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল(৩)ঘাটাইল আসনের সংসদ সদস্য আতাউর রহমান খান,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান শহিদুল ইসলাম লেবু,পৌর মেয়র শহিদুজ্জামান খান,উপজেলা পরিষদেও ভাইস চেয়ারম্যান কাজী আরজু,শাহিনা সুলতানা শিল্পি ধলাপাড়া বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা হাবিবুর রহমান সহ ১৪টি ইউনিয়নের চেয়ারম্যান সহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা উপস্থিত ছিলেন।অপরদিকে উপজেলা শিক্ষা অফিস আয়োজিত উপজেলা চেয়ারম্যান শহিদুল ইসলাম লেবুর সভাপতিত্বে প্রাথমিক শিক্ষা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১৩২ টাঙ্গাইল(৩)ঘাটাইল আসনের সংসদ সদস্য আতাউর রহমান খান,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা অঞ্জন কুমার সরকার উপজেলা শিক্ষা কর্মকর্তা মাসুদুর রহমান প্রমুখ।