রংপুর মহানগরীর ৩২ নং ওয়ার্ডের আরাজী তামপাট এলাকায় চলাচলের অনুপযোগী ভাঙ্গা রাস্তা মেরামত করে দিলেন রংপুর সিটি কর্পোরেশনের নারী কাউন্সিলর নাজমুন নাহার নাজমা। তিনি আরাজী তামপাট-বকচি বটতলা এলাকাবাসীর দু:খ দুর্দশার কথা চিন্তা করে ওই এলাকার ভাঙ্গা সড়কের বিভিন্ন স্থানে ভিটি মাটি ও রাবিশ ফেলে সংস্কার করেন। এছাড়াও নগর মীরগঞ্জসহ বিভিন্ন এলাকার ভাঙ্গা সড়ক মেরামত করার উদ্যাগ গ্রহণ করেন। সোমবার সকালে অনুষ্ঠানিকভাবে কাউন্সিলর নাজমুন নাহার নাজমা এইসব কাজ শুরু করেন। এ সময় তার স্বামী শফিকুল ইসলাম, ৩২নং ওয়ার্ড সামাজিক উন্নয়ন পরিষদের সভাপতি আশরাফুল আলম নেতা, সাধারণ সম্পাদক সাংবাদিক হারুন উর রশিদ সোহেল, স্থানীয় দেলোয়ার হোসেন, নুরুল আমিন, আমজাদ হোসেন, নুর হোসেন মিয়াসহ স্থানীয় গণমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এর আগে তিনি তামপাট ইউনিয়নের সাবেক ৫ নং ওয়ার্ডের ইউপি সদস্য গুরুতর অসুস্থ নুরু মিয়াকে দেখতে আরাজীমন খামার কাইদাহারাস্থ বাড়িতে যান। সেখানে তিনি তার খোঁজ খবর দেন। পরিবারের সদস্যদের সাথে কুশল বিনিময় করেন। এছাড়াও গত কয়েকদিন ধরে নারী কাউন্সিলর নাজমুন নাহার নাজমা বন্যা কবলিত তার নির্বাচনী এলাকার ৩১, ৩২ ও ৩৩ নং ওয়ার্ডের হোসেন নগর, মেকুড়া, রাজুখা, মহিন্দা, পানবাড়ি, শেখপাড়া, বনগ্রাম, মোগলেরবাগ, লক্ষণপাড়া, শরেয়ারতল, আরাজী তামপাট, বড় রংপুর, আরাজীমন খামারসহ বিভিন্ন এলাকায় পরিদর্শন করেন। এলাকাবাসীর সাথে মতবিনিময় করেন। তাদের সমস্যার কথা শুনে সার্বিক সহযোগিতার করেছেন।