বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে রংপুর মহানগরীতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এতে সকল স্তরের শিক্ষাকে জাতীয় করণের দাবি জানানো হয়।
সোমবার দুপুরে নগরীর ধাপ লালকুঠি বালিকা উচ্চবিদ্যালয় ও কলেজ অডিটোরিয়ামে বাংলাদেশ শিক্ষক সমিতি রংপুর মহানগর কমিটির আয়োজনে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন রংপুর বিভাগীয় শিক্ষা উপপরিচালক মোহা: আখতারুজ্জামান। সমিতির সভাপতি আতিয়ার রহমান প্রামানিকের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা শিক্ষা কর্মকর্তা রোকসানা বেগম, সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এসআর ফারুক, সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী প্রমুখ। এতে রংপুর জেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষক শিক্ষিকাবৃন্দ উপস্থিত ছিলেন।