নওগাঁয় বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহের কার্যক্রম শুরু হয়েছে। সোমবার বেলা ১১টায় ভার্চূয়াল পদ্ধতিতে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগদান করেন নওগাঁ’র জেলা পশাসক মো: হারুন-অর-রশীদ।
অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক উত্তম কুমার রায়ের সভাপতিত্বে এ উপলক্ষে ভার্চুয়াল পদ্ধতিতে আয়োজিত আলোচনাসভায় প্রধান অতিথি জেলা প্রশাসক মো: হারুন-অর-রশীদ, অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আই সি টি মো: শিহাব রায়হান, অবসরপ্রাপ্ত অধ্যক্ষ প্রয়েসর মো: শরিফুল ইসলাম খান, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মো: জাহেদুল ইসলাম বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ নওগাঁ ইউনিটের সাবেক কমান্ডার মো: হারুনÑঅল-রশিদ, ন্যাশনাল চিলড্রেন টাস্ক ফোর্স (এনসিটিএফ) নওগাঁ’র সভাপতি কারিশমা আকতার কথা বক্তব্য রাখেন।
এ সময় জেলার উপজেলা নির্বাহী অফিসারবৃন্দ, জেলা পর্যায়ের বিভিন্ন কর্মকর্তাবৃন্দ এবং জেলা শিশু একাডেমীর কার্যনির্বাহী পরিষদের সদস্য ও সাংবাদিক মো: কায়েস উদ্দিন অংশগ্রহণ করেন।