রংপুর জেলা ট্রাক, ট্যাংকলরী, কাভার্ডভ্যান ও ট্রাক্টর শ্রমিক ইউনিয়ন এর উদ্যোগে শ্রমিক কল্যাণ তহবিল থেকে পঙ্গু, অসহায় শ্রমিক ও মৃত শ্রমিকের পরিবারে মাঝে আর্থিক অনুদান প্রদান করা হয়। গতকাল ৫ অক্টোবর সোমবার সকালে কলেজ রোড প্রধান কার্যালয়ে সকলের হাতে আর্থিক অনুদান প্রদান করেন রংপুর জেলা ট্রাক, ট্যাংকলরী, কাভার্ডভ্যান ও ট্রাক্টর শ্রমিক ইউনিয়নের সভাপতি হাফিজুর রহমান (হাফিজ) ও সাধারন সম্পাদক শহিদুল ইসলাম (মানিক)। এ সময় উপস্থিত ছিলেন রংপুর জেলা ট্রাক ট্যাংকলরী ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের কার্য্যকরি সভাপতি জয়নাল আবেদীন, সহ সভাপতি আশরাফ আলী, নুরুল ইসলাম নুরু, সহ সাধারন সম্পাদক সাহিদুল ইসলাম সাজু, আলোমগীর হোসেন, সাংগঠনিক সম্পাদক মকবুলার রহমান আজাদ, অর্থ সম্পাদক কামরুজ্জামান ফারুক, সড়ক সম্পাদক বাদশা মিয়া, হামিদুল ইসলাম, দপ্তর সম্পাদক ইব্রাহিম খলিল, প্রচার সম্পাদক হারুন-অর- রশিদ, শ্রমিক কল্যাণ সম্পাদক ফজলুল হক ফজলু, ক্রীড়া ও শিক্ষ বিষয়ক সম্পাদক আনিছুর রহমান আনিছ, কার্য্যকরি সদস্য সোনা মিয়া, মাহাতাব আলী, আবদুল হাই নিরাশা, শফিকুল ইসলাম টিপু, সহিদুল ইসলাম, অফিস সচিব মহিউদ্দিন চিশতী, রফিকুল ইসলাম সনজু, অফিস সহকারি সুমন। এ সময় মৃত শ্রমিক জাদু মিয়া ( বালাটরী) এর স্ত্রী রতœা বেগমকে এককালীন আর্থিক অনুদান প্রদান করা হয়। এ ছাড়া অন্যান্য অনুদান প্রাপ্তরা হলেন শ্রমিক পঙ্গু ও অসহায় শ্রমিক সাবেক সভাপতি আবদুল মজিদ, সাবেক সাধারন সম্পাদক রহমত আলী শুকরা, সাবেক আর্থ সম্পাদক নুরুল আমিন, সাবেক সড়ক সম্পদক আবদুল লতিফ, বুদু মিয়া চালক কামারপাড়া, সাবেক কায্যকরি সদস্য মাসুদ রোকন, বাবু আলী ড্রইভার বিনোদপুর, মোক্তার ড্রাইভার পাকার মাথা, রেজা চৌধুরী ড্রাইভার মাস্টার পাড়া, আজাদ ড্রাইভার গুড়াতিপাড়া, রুহুল আমিন ড্রাইভার আদর্শ পাড়া, লোকমান ঘোড়াপীর, লুৎফর রহমান চালক কালীবাড়ী, আবদুস সালাম চালক হাজীপাড়া, শাহজাহান চালক কলেজপাড়া, যাদু মিয়া বালাটারী, আনোয়ার হোসেন চালক কামাড়পাড়, রহমান মিয়া চালক হাবিবনগর, শাহাদত হোসেন হেদল চালক হাবিবনগর, আলী হোসেন চালক ডুগডুগির বাজার, রাশেদুল ইসলাম সহকারী এরশাদ মোড়, আমিন মিয়া সহকারী জানকী ধাপের হাট, নুরুল ইসলাম নুরু চালক হাবিবনগর, ফুল মিয়া চালক আকালী টারী, ছালা চাচা চালক মাস্টারপাড়া।