কচুয়ায় বিশ্ব শিক্ষক দিবস ২০২০ যথাযোগ্য মর্যদায় পালনের লক্ষ্যে বাংলাদেশ শিক্ষক সমিতি কচুয়া উপজেলা শাখার উদ্যোগে এক আলোচনা সভা গতকাল সকাল ১০টায় কচুয়া প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত হয়। কচুয়া পালিত। শিক্ষক সমিতি কচুয়া উপজেলা শাখার সভাপতি প্রধান শিক্ষক সুপার্থ কুমার মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা ভায় বক্তৃতা করেন শিক্ষক সমিতি কচুয়া উপজেলা শাখার সাধারন সম্পাদক প্রধান শিক্ষক সলীল বরন পাইক,প্রধান শিক্ষক মোঃ মনিরুল ইসলা, সহকারী কারী প্রধান শিক্ষক মোঃ আমজাদ হোসেনসহ উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষকগন।
বক্তারা বলেন এই মুজিব বর্ষে শিক্ষকদের মর্যাদা ও সচ্ছলতা বৃদ্ধি এবং এই মুজিববর্ষের মধ্যেই সকল শিক্ষা প্রতিষ্ঠানকে জাতীয় করনের দাবী জানান।