নড়াইলের কালিয়া উপজেলার বিভিন্ন এলাকায় মধুমতি ক্যাবল ডিশলাইনের তার কেটে দিয়েছে দুর্বৃত্তরা। এতে গত তিনদিন ধরে গ্রাহকেরা ঠিকমত দেশি-বিদেশি চ্যানেল দেখতে পারছেন না। তার কেটে ফেলায় আর্থিক ক্ষতিরও সম্মুখীন হয়েছেন ডিশলাইন মালিকেরা।
এ পরিস্থিতিতে ডিশলাইন নির্বিঘেœ চালু রাখার দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা। এ ছাড়া এ ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়ে কালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং নড়াগাতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বরাবর অভিযোগ দায়ের করেন ভূক্তভোগীরা।
এ ব্যাপারে মধুমতি ক্যাবল ডিশলাইনের মালিক আসলাম ভূঁইয়াসহ ক্ষতিগ্রস্থরা জানান, গত শনিবার (৩ অক্টোবর) রাতে দুর্বৃত্তরা অন্তত চারটি এলাকার ডিশলাইন কেটে দিয়েছে। তাদের লাইন কেটে দিয়ে খুলনা থেকে আনা অবৈধ ডিশলাইন সংযোগ দিচ্ছে। এতে ব্যাপক আর্থিক ক্ষতি হয়েছে। বিষয়টি দ্রুত সুরাহার জোর দাবি জানিয়েছেন ক্ষতিগ্রস্থ ডিশলাইন মালিকেরা।
ক্ষতিগ্রস্থরা আরো বলেন, নীতিমালা অনুযায়ী এক জেলার ডিশলাইন অন্য জেলা সংযোগ দিতে পারবে না। তবুও খুলনা ভিশনের ডিশসংযোগ কালিয়া ও নড়াগাতির বিভিন্ন এলাকায় দেয়া হয়েছে। বৈধ ভাবে পরিচালনার পরও একটি মহল আমাদের ডিশ ব্যবসায় বাঁধা দিচ্ছে।
এদিকে কালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজমুল হুদা ও নড়াগাতি থানার ওসি রোকখানা খাতুন বিষয়টি সমাধানের আশ্বাস দিয়েছেন।