ঝিনাইদহের কালীগঞ্জ পৌর আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও হেলাই ৪ নং ওয়ার্ডের নির্বাচিত কাউন্সিলর এবং পৌরসভার প্যানেল মেয়র তোরাব আলী মারা গেছেন (ইন্না.... রজেউন)। সোমবার ভোরে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তিন দিন আগে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছিল।
তোবার আলী কালীগঞ্জ পৌরসভাধীন হেলাই গ্রামের মৃত মনির উদ্দীন বিশ^াসের ছেলে। মৃত্যুকালে তিনি এক ছেলে এক মেয়ে ও স্ত্রী রেখে গেছেন।
তার মৃত্যুর সংবাদ পেয়ে ঝিনাইদহ ৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার দেখতে যান। এ সময় তার পরিবারের খোঁজ খবর নেন ও শোকাহত পরিবারকে শান্তনা দেন। সোমবার জোহর নামাজ বাদ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।