ঝিনাইদহের কালীগঞ্জে সেই প্রতিবন্ধী কন্যা আদরীর কল্যাণে আমজাদ-ছাকিরন দম্পতিকে সমাজসেবা অধিদপ্তর চেক প্রদান করেছে।
ঝিনাইদহের কালীগঞ্জের সেই মানসিক প্রতিবন্ধীর ভূমিষ্ট কন্যা আদরীর ভার প্রধানমন্ত্রী নেয়ার পর মা ও মেয়ের কল্যাণে উপজেলা শিশু কল্যাণ বোডের আয়োজনে জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে। ফুটফুটে চেহারার আদরীকে অনেকে নিতে আগ্রহ দেখালেও সভায় আশ্রয়দাতা আমজাদ-ছাকিরন দম্পতির হাতে দেয়ার সিদ্ধান্ত হয়েছে। বিনিময়ে তাদের ভরণ-পোষণের জন্য প্রধানমন্ত্রীর পক্ষ থেকে দিন মজুর আমজাদকে একটি মোটর ইঞ্জিন চালিত ভ্যান দেয়া হচ্ছে। এদিকে দুপুরে সমাজসেবা অধিদফতরের উপ-পরিচালক আবদুল লতিফ শেখ হাসপাতাল পরিদর্শন করে মা ও শিশুর খোঁজ খবর নেন। এ দফতরের পক্ষ থেকে তাদের সেবায় দেয়া হয়েছে একজন সমাজ সেবাকর্মী। তিনি হাসপাতালের সেবিকাদের পাশাপাশি সার্বক্ষণিক প্রতিবন্ধী মা ও নবজাতক আদরীর সেবা করে যাচ্ছেন। শনিবার সমাজসেবা অধিদফতরের পক্ষ থেকে প্রতিবন্ধির আশ্রয়দাতা আমজাদ-ছাকিরন দম্পতির হাতে ১০ হাজার টাকার চেক প্রদান করা হয়েছে।
অন্তস্বত্তা অসহায় মানসিক প্রতিবন্ধীর আশ্রয়দাতা ঝিনাইদহ কালীগঞ্জের দিনমজুর আমজাদ-ছাকিরনের মহত্বের কথা কেউ ভুলতে পারছে না। আমজাদের মানবিকতার ওই দিন বিকেলে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রতিবন্ধী কন্যা সন্তানের জন্ম দেন। এরপর হাসপাতালে ছুটে আসেন স্থানীয় সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার, ঝিনাইদহ জেলা প্রশাসক সরোজ কুমার নাথ, উপজেলা নির্বাহী কর্মকর্তা সূবর্ণা রানী সাহা ও স্থানীয় মিডিয়াকর্মীরা। ঝিনাইদহ জেলা প্রশাসক সরোজ কুমার নাথ ফুটফুটে চেহারার শিশুটিকে আদরের সঙ্গে কোলে তুলে নিয়ে নাম দেন আদরী। এ সময় প্রতিবন্ধীর আশ্রয় ও সেবা দানকারী দিন মজুর আমজাদ-ছাকিরন দম্পতির হাতে প্রদানমন্ত্রীর পক্ষ থেকে নগদ ১০ হাজার টাকা তুলে দেন জেলা প্রশাসক। এছাড়া প্রতিবন্ধী মা ও শিশুর সুস্থতার জন্য যাবতীয় ব্যয় সরকারিভাবে বহন করা হবে বলে তিনি আশ্বাস প্রদান করেন।
ঝিনাইদহ জেলা প্রশাসক সরোজ কুমার নাথ জানান, সমাজের যে কোন অসহায় মানুষের জন্য মানুষ হিসেবে আমাদের প্রত্যেকের অনেক দায়িত্ব রয়েছে। সবাই সেদিকে এভাবে নজর দিলে দেশ ও আমাদের সমাজটা হবে আরও সুন্দর। তিনি আরও বলেন, সঙ্গে সঙ্গে দিনমজুর হয়েও আমজাদ-ছাকিরন দম্পতি এ প্রতিবন্ধীকে পরিবারের একজন সদস্যের মতো করে সেবা দিয়ে মহত্বের পরিচয় দিয়েছেন। ইতোমধ্যে প্রদানমন্ত্রীর নির্দেশনা মোতাবেক তার পক্ষ থেকে আশ্রয়দাতা পরিবারকে আর্থিক ভাবে সহযোগিতা প্রদান করা হয়েছে। সভার সিদ্ধান্ত মোতাবেক আমজাদ-ছাকিরনের বাড়িতেই তাদের চাওয়া মতে থাকবেন প্রতিবন্ধী ও তার কন্যা আদরী। আমজাদের পরিবারকে আর্থিক সহযোগিতা করতে আমজাদের চাওয়া মতে প্রদানমন্ত্রীর পক্ষ থেকে একটি মোটর চালিত ভ্যান কিনে দেয়া হচ্ছে। এছাড়া মা মেয়ের পুনর্বাসনে সরকারের পক্ষ থেকে সব ব্যবস্থা গ্রহন করা হবে।