খুলনার পাইকগাছা উপজেলার অধিক দূর্যোগ ঝুঁকিপূর্ণ দ্বীপ-বেষ্টিত দেলুটি ইউনিয়নে ঘূর্ণিঝড় আম্ফান ও পরবর্তী অতি জোয়ারের পানিতে চকরিবকরী বদ্ধ জলমহালের প্রতিরক্ষা বাঁধভেঙে গেউয়াবুনিয়া, চকরিবকরী, পারমধূখালী সহ ৩টি এলাকা প্লাবিত হয়ে বসতবাড়ি, গবাদীপশু, আমন ফসল, রাস্তাঘাটের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়ে প্রায় ২শতটি পরিবার বানভাসি অবস্থায় মানবেতর জীবন-যাপন করছে। সংসদ সদস্য মোঃ আক্তারুজ্জামান বাবুর সার্বিক দিক নির্দেশনায়, পাইকগাছা উপজেলার মানবিক ও জনবান্ধব উপজেলা নির্বাহী কর্মকর্তা এবিএম খালিদ হোসেন সিদ্দিকীর, তাৎক্ষনিক সার্বিক সহযোগিতায় বানভাসি ২শত পরিবারের মাঝে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার ১০ কেজি হারে চাউল শনিবার দেলুটি ইউনিয়ন পরিষদ চত্বরে বিতরণ করেন। ইউপি চেয়ারম্যান রিপন কুমার মন্ডল। ত্রান বিতরণ কার্যক্রম পরিদর্শন করেন। মোঃ আজিজুর রহমান- উপ পরিচালক, জেলা এনএসআই,উপস্থিত ছিলেন। মোঃ আমিনুল ইসলাম, ট্যাগ কর্মকর্তা ও জনস্বাস্থ্য প্রকৌশলী। আরো উপস্থিত ছিলেন, ইউপি সদস্য প্রীতিলতা ঢালী আলো, চঞ্চলা রানী মন্ডল, ডালিম রায়, কিংশুক রায়, রবীন্দ্রনাথ মন্ডল, চম্পক বিশ্বাস, সুকুমার কবিরাজ, নিরাপদ দফাদার, আশিষ হালদার, বিশ্বজিত রায়, রনধীর মন্ডল ও ইউপি সচিব নিরাপদ প্রমুখ।