লক্ষ্মীপুরে প্রায় চার মাস পর ময়না তদন্তের জন্য কবর খুড়ে মুদি দোকানি মো. রিপনের লাশ উত্তোলন করা হয়েছে। আদালতের নির্দেশে রোববার (৪ অক্টোবর) দুপুরে সদর উপজেলার চররমনী মোহন এলাকার পারিবারিক কবরস্থান থেকে তার লাশ উত্তোলন করা হয়। এর আগে ০৬ জুন নিজ ঘর থেকে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করে পুলিশ। এর আগে ময়না তদন্ত ছাড়াই দাফন করা হয় তার মরদেহ। নিহত রিপন হত্যার রহস্য উৎঘাটন ও বিচার দাবী জানিয়ে নিহতের বোনের দায়েরকৃত হত্যা মামলা হয়। এরপর সে দৈনিক সমকাল পত্রিকায় ২০ সেপ্টেম্বর প্রিয় চট্রগ্রাম এর পাতায় ‘‘কে মারল লক্ষ্মীপুরের রিপনকে ? এ শিরোনামে সংবাদ প্রকাশ হলে টনক নড়ে প্রশাসনের। এরপর হত্যার ঘটনা তদন্তের জন্য নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে রোববার দুপুরে ওই দোকানির লাশ উত্তোলন করা হয়। রিপন ওই এলাকার মৃত জালাল মোল্লার ছেলে ও স্থানীয় মুদি দোকানি। এদিকে রিপন রহস্যজনক মৃত্যুর আড়াই মাস পর হত্যা মামলা হলে সেই মামলার এক মাস অতিবাহিত হলেও এখনো উৎঘাটন হয়নি মৃত্যুর রহস্য উৎঘাটনের দাবী জানিয়েছেন নিহতের স্বজনসহ স্থানীয়।
পুলিশ ও মামলা সুত্রে জানা যায়, গত ৬ জুন মুদি দোকানি রিপনের রহস্যজনক মৃত্যু হয়। এ ঘটনায় স্থানীয় ইউপি সদস্য দুলাল উদ্দিনের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই নিহতের মরদেহ দাফন করা হয় তার পারিবারিক কবরস্থানে। এদিকে রিপনকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে দাবী করে ঘটনার ২ মাস ১৭ দিন পর ২৩ আগস্ট লক্ষ্মীপুর সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট (সদর) আদালতে একটি মামলা দায়ের করা হয়। নিহতের বোন নাজমা আক্তার বাদী হয়ে অজ্ঞাত আসামি করে এ মামলা দায়ের করলে আদালত বিষয়টি আমলে নিয়ে লাশ উত্তোলনসহ ঘটনার তদন্তের নির্দেশনা দেন।
এছাড়া মামলার এজাহারে অভিযোগ করা হয়, গত ৬ জুন দুপুর ১২টার সময় মৃত রিপনের চাচা শাহ আলম মোল্লা (৩৫), কামরুল মোল্লাহ (৩০), চাচি সাবিনা আক্তার (২০), ফুপা হারুন মাঝি (৫২) ও ফুপু কদবানু (৪৫) রিপনের ঘর থেকে সন্দেহজনকভাবে বের হয়ে যায়। এর পরপরই রিপনকে মৃত উদ্ধার করা হয়। মামলার সাক্ষী ফয়সাল হোসেন রিপনের ঘরে গিয়ে রিপনকে মৃত অবস্থায় দেখতে পান। এ সময় রিপনের মৃতদেহ ঘরের আড়ার সঙ্গে ঝুলানো এবং হাঁটুসহ নিচের অংশ খাটের সঙ্গে লেগে ছিল। পরে রিপনের মৃহদেহ তার দাদা জয়নাল মোল্লাহ নামিয়ে আনেন। এ সময় মৃত রিপনের শরীরের বিভিন্ন স্থ্থানে আঘাতের চিহ্ন দেখতে পায় বাড়ির লোকজন।মামলার বাদী নাজমা আক্তার ও স্বজনরা অভিযোগ করেন, রিপনের অর্থ সম্পদ হাতিয়ে নিতে ঘটনার দিন তাকে হত্যা করে ঘরের আড়ার সঙ্গে ঝুলিয়ে রাখা হয়। সন্ত্রাসীরা তার ভাইকে হত্যা করে ঘরে রশি দিয়ে টাঙিয়ে রেখে আত্মহত্যা বলে চালিয়ে দিয়ে ঘটনা ধামাচাপা দিতে চেয়েছে। এ কারণে মৃতদেহ ময়নাতদন্ত ছাড়াই দাফন করা হয়েছে। এ ছাড়া হত্যার ঘটনা সবার মুখ খুলতেই তারা তাদের ভাইয়ের হত্যার বিচার চেয়ে আদালতে গত ২৩ আগস্ট মামলা করেছেন। এ ঘটনায় দ্রুত সুষ্ঠ তদন্ত ও হত্যাকারীদের বিচার চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন তারা।
এদিকে স্থানয়ি ইউপি মেম্বার জানান, পরিবার ও সামাজিক বৈঠকের পর ময়না তদন্ত ছাড়াই রিপনের লাশ দাফন করা হয়েছে। বিভিন্ন জনের কাছ থেকে তার (নিহত রিপনের) পাওনা ৭ লাখ টাকার কিছু উদ্ধার করে বোনদের দেয়া হচ্ছিল। কিন্তু মামলা করায় তারা এখন আর টাকা নিচ্ছেনা।
নির্বাহী ম্যাজিস্ট্রেট বনি আমিন জানান, আদালতের নির্দেশে তার উপস্থিতে কবর থেকে লাশ উত্তোলন করা হয়েছে। পরে ময়না তদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।