ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা ব্যবসায়ী মালিক সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার রাতে শহরের নিজস্ব অফিসে এই সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভার শুরুতে আগত সকল ব্যবসায়ী সদস্যদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়।
কালীগঞ্জ উপজেলা ব্যবসায়ী মালিক সমিতির আহ্বায়ক এমদাদুল ইসলাম ইনতার সভাপতিত্বে সাধারণ সভায় বক্তব্য রাখেন মোঃ আ: হান্নান, জহুরুল হক বিপ্লব, আক্তার হোসেন, মাজহারুল ইসলাম শিপন, মিজানুর রহমান প্রমুখ।
সাধারণ সভায় কালীগঞ্জের সকল শ্রেনীর ব্যবসায়ীদের নিয়ে একটি সুন্দর ভোটার লিস্টের মাধ্যমে ভোটের মাধ্যমে ৬ মাসের মধ্যে ভোটের মাধ্যমে একটি নির্বাচিত কমিটি গঠনের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়। সভাটি পরিচালনা করেন জহুরুল হক বিপ্লব, রবিউল ইসলাম ও মাহাবুবুর রহমান।