নৌকা পাগল মানুষ গুলো নিরবে কাঁদে,কাউকে না পারি বলতে না পারে সইতে কেঁদে কেঁদে এমনটি বলছিলেন নলডাঙ্গা ইউনিয়নের নারায়নপুর গ্রামের আমির হামজা। নৌকা পাগল মানুষ বলা হয় তাকে। একাই সাইকেলে নৌকা বেঁধে হাতে বৈঠা নিয়ে গ্রাম থেকে গ্রামান্তরে চালান নৌকার প্রচার। অবশ্য হামজা নামে তিনি অধিক পরিচিত। ব্যতিক্রম এই প্রচারনায় নজর কাড়ত গ্রাম গঞ্জের মানুষের। নির্বাচন কিংবা কোন আওয়ামী লীগের যে কোন প্রোগ্রাম হলেই সবার আগে তার উপস্থিতি টের পাওয়া যায। জন্মস্থান শৈলকূপার নিত্যানন্দপুর ইউনিয়নের বাগুটিয়া গ্রামে। রঙের গেঞ্জি ও টুপি মাথায় দিয়ে দৃষ্টি আকর্শন করত সবাইকে। তার এই ব্যতিক্রমী প্রচার অনেকের কাছে কৌতুক অনুভব হলেও উৎসাহ যোগায়েছে মানুষকে।
নৌকা ভালবাসার কারণে ২০০১ সালে ক্ষমতা পালা বদলের পর তাকে অনেক কষ্ট,নির্যাতন ভোগ করতে হয়েছে। স্বাধীনতা যুদ্ধের সময়ে এই মানুষটির অবদান ও স্মরনীয়।
নৌকার নিবেদিত এই মানুষটি কেমন আছে এখন? ১ ছেলে ৩ মেয়েকে নিয়ে অনাহারে অর্ধাহারে দিন কাটাচ্ছে। রাজনৈতিক অঙ্গিনায় সবার নজর কাড়লে ও ব্যক্তি জীবনে অনেক কষ্টে আছে! থাকার জায়গাটি বসবাসের অনুপযোগী। বৃষ্টি হলে তো কথায় নাই। বেশি কিছু দাবি নয় একটু মাথা গোজার ঠাই হলেই এই মানুষটি খুশি। রাজনৈতিক ব্যক্তিবর্গ ও সরকারের দৃষ্টি কামনা করেছেন এই অসহায় নৌকা পাগল ব্যক্তিটি।