জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন এর আওতায় রাঙ্গামাটিতে স্বাস্থ্য বিধি মেনে শিশুদের ভিটামিন এ প্লাস খাওয়ানো হচ্ছে। রাঙ্গামাটির ২টি পৌরসভা এবং ১০টি উপজেলার ৬ মাস হতে ৫৯ মাস বয়সী ৮০৯৮১ শিশুকে উচ্চ ক্ষমতা সম্পন্ন ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে।
রোববার (৪ অক্টোবর) সকালে রাঙ্গামাটি সদর হাসপাতালে শিশুদের এ প্লাস ভিটামিন খাওয়ানোর কার্যক্রমের উদ্বোধন করেন, রাঙ্গামাটি জেলা সিভিল সার্জন ডাঃ বিপাশ খীসা। এ সময় রাঙ্গামাটি পৌর কাউন্সিলর কালায়ন চাকমা, জেনারেল হাসপাতালের আবাসিক ডাক্তার, মোঃ শওকত আকবরসহ হাসপাতালের ডাক্তার ও অন্যান্য পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
রাঙ্গামাটি পৌরসভার ৯টি ওয়ার্ডে প্রায় ১০৬টি কেন্দ্রের মাধ্যমে ৯ হাজার শিশুকে এই ভিটামিন এ প্লাস খাওয়ানো হচ্ছে।
এবার রাঙ্গামাটিতে ক্যাম্পেইন চলাকালীন সময় ৬ মাস থেকে ১১মাস বয়েসী ৮৯১৮ জন শিশুকে নীল রং এর এবং ৬ মাস হতে ৫৯ মাস বয়েসী ৭২০৬৩ জন শিশুকে ১টি করে লাল রং এর ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে।
আজ ৪ অক্টোবর থেকে ২ সপ্তাহ ব্যাপী এ কর্মসূচীর মাধ্যমে রাঙ্গামাটি জেলায় একটি শিশুও যাতে বাদ না পরে তার জন্য সকল প্রস্তুতি গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন রাঙ্গামাটির সিভিল সার্জন ডাঃ বিপাশ খীসা।
সিভিল সার্জন আরো জানান, করোনা মহামারী মোকাবেলায় রাঙ্গামাটি জেলার প্রতিটি কেন্দ্রে স্বেচ্ছসেবী কর্মীরা সকল স্বাস্থ্য বিধি মেনে শিশুদেরকে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানোর ব্যাপারে সকল ধরনের ট্রেনিং দেয়া হয়েছে। এ ছাড়া রাঙ্গামাটির কয়েকটি প্রত্যন্ত দূর্গম এলাকার কথা মাথায় রেখে যাতে এসব এলাকার কোন শিশু এই কর্মসূচি থেকে বাদ না যায় সে লক্ষ্যে বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আর ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন এর সুষ্ঠু তদারকি নিশ্চিত করার জন্য জেলা ও উপজেলা পর্যায়ে একাধিক মনিটিরং টিম কাজ করছে।
স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে জানানো হয়, এ ক্যাম্পেইন এ জেলার ৫০টি ইউনিয়ন ও ১৫৯টি ওয়ার্ডের ১৩১৫ টি স্থায়ী কেন্দ্রের মাধ্যমে শিশুদের এসব ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। এই কাজের জন্য রাঙ্গামাটি জেলার বিভিন্ন পাড়া কেন্দ্রসহ ২২০১ জন স্বেচ্ছাসেবী, মাঠকর্মী ৪২৯ জন এবং ২৪১ জন তদারককারী নিযুক্ত রয়েছেন।