কুমিল্লার হোমনায় জীবন বীমা করপোরেশন হোমনা শাখার উদ্যোগে ব্যবসায় উন্নয়ন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার উপজেলা সদরে খোরশেদ আলম মার্কেটের তৃতীয় তলায় এ সভা অনুষ্ঠিত হয়। এতে কুমিল্লা জীবিক সেলস অফিস ৪৩ -এর সেলস ইনচার্জ, সহকারী ব্যবস্থাপক মো. গিয়াস উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের উপ সচিব ও চট্টগ্রাম জীবিক আঞ্চলিক কার্যালয়ের জেনারেল ম্যানেজার কাজী নাজিমুল ইসলাম, বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুমন দে, কুমিল্লার জীবিক কর্পোরেট সেবা দপ্তরের ম্যানেজার ইনচার্জ মো. আজহারুল হক ও হোমনা শাখার ইনচার্জ মো. আনিছুর রহমান। আরও উপস্থিত ছিলেন থানা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মো. কামাল উদ্দিন, সাবেক ইউপি চেয়ারম্যান মো. খোরশেদ আলম প্রমুখ।