শেরপুরের নালিতাবাড়ীতে অবৈধ বালু উত্তোলনকারীদের বিরোদ্ধে গঠিত ট্রাস্কফোসের্র এক অভিযানে ৯টি বালু তোলা মেশিন ধংŸস করা হয়েছে।
শনিবার সকাল হতে বিকেল পর্যন্ত নালিতাবাড়ীতে বালু খেকোদের বিরোদ্ধে পুলিশ, ব্যাটলিয়ন ও আনসারের সমন্বয়ে নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজুল আলম মাসুম এ অভিযান পরিচালনা করেন। এ সময় নালিতাবাড়ী উপজেলার নিজপাড়া এলাকা ২টি মেশিন, বুরুঙ্গা ব্রীজ এড়িয়া ৫টি মেশিন ও কালাকুমা ২টি মেশিনসহ মোট ৯টি মেশিন ধ্বংস করা হয়। একই সাথে কালাকুমা এলাকায় ১টি ট্রাকের প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় পাপ্পু, পিতা: আঃ জব্বার কোতয়ালীকে সড়ক পরিবহন আইন ২০১৮ মোতাবেক ২হাজার টাকা জড়িমানা করা হয়।
এ ব্যাপারে নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজুল আলম মাসুম বলেন, এখন থেকে অবৈধ বালু উত্তোলন কারীদের বিরোদ্ধে অভিযান চলবে। প্রয়োজনে প্রতিনিয়ত অভিযান করে ১০টি করে অবৈধ মেশিন ধ্বংস করা হবে।