কচুয়া উপজেলার গোপালপুর ইউনিয়নের চরমালিপাটনে জনগনের চলাচলের রাস্তা দখল করে বাড়ি বানিয়েছে একটি স্বার্থান্বেসী মহল। ফলে মালিপাটন থেকে চরমালিটনের রাস্তা ধরে দরিচর মালিপাটন বি¯তীর্ণ চর এলাকায় এবং বিশখালি পাড়ের কৃষিকাজের জন্য চলাচলের রাস্তাটি বন্ধ রয়েছে।
ভুক্তভোগীরা জানায়,স্বার্থান্বেসী মহল চরমালিপাটন ও মালিপাটন রাস্তার মুখে সংযোগস্থলে বাড়ি করে পিছন থেকে রাস্তাার মাটি কেটে নিয়ে গেছে। রাস্তা টি বন্ধ রেখেছে স্থানীয় মৃত মোসলেম শেখের ছেলে জাফর শেখ। এ রাস্তা দিয়ে শত বছর ধরে মালিপাটন, আরজি মালিপাটন,দরিচর মালিপাটন,চর মালিপাটন,কিসমত মালিপাটন, ফুলতলা,টেংরাখালি, পাইকজুড়ি, চরফুলতলা গ্রামের হাজার হাজার লোক চলাচল করত গত এক শতাব্দীরও বেশি সময় ধরে। এ রাস্তার পূর্ব মাথায় বলেশ্বর নদীর পাড়ে তৎকালিন সময়ের ইউপি প্রেসিডেন্ট জোতিন্দ্রনাথ মিস্ত্রির বাড়ী। একসময় এটিই ছিল চরাঞ্চলে যাবার একমাত্র পথ। এস এ এবং বর্তমান ভুমিজরিপের প্রকাশিত মানচিত্রে গোগের খালের পশ্চিমপাড়ে রাস্তাটির চিহ্ন রয়েছে। শুধুমাত্র সংযোগস্থলের এই অবৈধ দখলদার জাফর শেখের দখলকৃত অংশটুকু দখলমুক্ত করা হলেই পূর্র্বের সেই ঐতিহ্যবাহী রাস্তা পূণ চালু করা যায়। জাফর শেখের সাথে জানতে চাইলে এ জমি তার বাবার কেনা বলে দাবি করেন।
স্থানীয় বাসিন্দা মোঃ আবু সাঈদ জানান, আমার জানা মতে চরমালিপাটন ও মালিপাটন রাস্তার মুখে সংযোগস্থল হয়ে খাল পাড় দিয়ে ১টি রাস্তা ছিল। আমাদের বাবা চাচারা এই রাস্তা দিয়ে চলাচল করতেন। এ ছাড়া পূর্বে এ অঞ্চলের জনগন এই রাস্তা দিয়েই চলাচল করতেন।
গোপালপুর ইউনয়িনের সাবেক চেয়ারম্যান মীর তকদিরুজ্জামান ,জানান যে, ওই রাস্তার জন্য মালিপাটন গ্রামের অধিবাসী মৃতঃ পুলিন বিহারী মৃধা যায়গা দিয়ে গেছেন এবং তিনি র্পাশবর্তী জমি বিক্রয় করলেও মালিপাটন ও চরমালিপাটন সংযোগ সড়কের জন্য নি:শর্তভাবে জনগনের সুবিদার্থে এ জমি মৌখিক ভাবে দান
কচুয়া প্রেসক্লাবের সহ সভাপতি অত্র ইউনিয়নের বাসিন্দা সাবেক শিক্ষক সমীর বরন পাইক জানান যে,আমার জানা মতে চরমালিপাটন ও মালিপাটন রাস্তার মুখে সংযোগস্থল হয়ে খাল পাড় দিয়ে ১টি রাস্তা ছিল।পূর্বে এ অঞ্চলের জনগন এই রাস্তা দিয়ে চলাচল করতো।
জনগণের চলাচলের জন্য রাস্তাটি পুণঃ চালুর ব্যাপারে মানণীয় জেলা প্রশাসক ও কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মহোদয় সহ ঊর্ধ্বতন কতৃপক্ষের দৃষ্টি আকর্ষণ পূর্বক আশু হ¯তক্ষেপ কামনা করছে স্থানীয় ভুক্তভোগি জনগন।