বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ফরিদগঞ্জ উপজেলা শাখার প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার উপজেলা বিএনপির কার্যালয়ে উপজেলা কমিটির সভাপতি শরীফ মোহাম্মদ ইউনুছের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সমস্বয়কারী ও শিল্পপতি এম এ হান্নান।
উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক মজিবুর রহমান দুলালের পরিচালনায় এ সময় বক্তব্য রাখেন কার্যকরি কমিটির অন্যতম সদস্য আবদুল মালেক বুলবুল, সহ-সভাপতি মফিজুল ইসলাম চৌধুরী, মোঃ মাহবুবুর রহমান মফু, আবু তালেব পাটওয়ারী, মোঃ শহিদুল্যাহ ভূঁইয়া, মোঃ শাহাদাৎ হোসেন নয়ন, বাছির আহমেদ, যুগ্মসাধারণ সম্পাদক আবু জাফর খসরু মোল্লা, মোঃ জহির খান, মোঃ আবদুর রহমান, দেলোয়ার হোসেন সোহেল, মোঃ সেলিম গাজী, কোষাধ্যক্ষ মোঃ শাহাবুদ্দিন বিএসসি, সাংগঠনিক সম্পাদক ডাঃ একে আজাদ, দপ্তর সম্পাদক ফারুক আহমেদ খান, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ মাসুদ আলম, মহিলাবিষয়ক সম্পাদক রেবেকা সুলতানা, কৃষিবিষয়ক সম্পাদক মোঃ আলী মেম্বার, যুববিষয়ক সম্পাদক মোঃ আবু তাহের গাজী, ছাত্রবিষয়ক সম্পাদক মোঃ মুকিদ হোসেন মোল্লা, আইনবিষয়ক সম্পাদক অ্যাডঃ আবদুর রহিম পরান, প্রশিক্ষণবিষয়ক সম্পাদক মোঃ হেলাল মাস্টার, তথ্য ও গবেষণাবিষয়ক সম্পাদক এমরান হোসেন লিটন, প্রবাসীকল্যাণ বিষয়ক সম্পাদক মোঃ বাদল ঢালী, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনাবিষয়ক সম্পাদক ডাক্তার আব্দুল মান্নান, ত্রাণ ও পুনর্বাসনবিষয়ক সম্পাদক আসাদুজ্জামান কিরণ ভূঁইয়া, ক্ষুদ্র ঋণ ও সমবায়বিষয়ক সম্পাদক মোঃ লোকমান দর্জি, মানবাধিকার বিষয়ক সম্পাদক এটিএম শামসুল আলম, গণশিক্ষা বিষয়ক সম্পাদক মশিউর রহমান মনা মাস্টার, স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক মোঃ আবু সাইদ পাটওয়ারী, ধর্মবিষয়ক সম্পাদক মাওঃ সাইফুল ইসলাম খান, ক্রীড়া বিষয়ক সম্পাদক মোঃ শামসুল ইসলাম পিন্নু, মৎসজীবী বিষয়ক সম্পাদক মোঃ ফারুক মোল্লা, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মজিবুর রহমান, সহ-কোষাধ্যক্ষ মনির হোসেন পাটওয়ারী,, সদস্য মহসীন মোল্লা, হুমায়ুন কবির টিপু প্রমুখ।
উল্লেখ্য, গত ০৭/১২/২০১৯ তারিখে ফরিদগঞ্জ উপজেলাধীন শোল্লা আশেক আলী হাইস্কুল এ- কলেজ মাঠে ফরিদগঞ্জ উপজেলা বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হয়। এরপর ৯ মাস পর গত ১ সেপ্টেম্বর পূর্ণাঙ্গ কমিটি গণমাধ্যমে প্রকাশিত হয়।